Purba Medinipur : দুর্নীতির অভিযোগে ‘চুপ’, দলীয় নির্দেশ আসতেই পদত্যাগ পঞ্চায়েত প্রধানের – east medinipur santipur 1 no gram panchayat panchayat pradhan resign after party instructions


West Bengal News : রাজ্য নেতৃত্বের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের (Shantipur 1 Gram Panchayat) প্রধান এসকে সেলিম। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতি’র অভিযোগকে এড়িয়ে গিয়ে সেলিম জানালেন, বয়সজনিত কারণেই তিনি পদত্যাগ করেছেন। পঞ্চায়েতে দলীয় তদন্তে দুর্নীতি প্রমাণের পরেই তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হলেও সে সম্বন্ধে মুখ খোলেননি সেলিম। তাঁর স্পষ্ট কথা, “১০ পয়সা দুর্নীতি নিয়ে আমি কাজ করিনি। যতদিন পঞ্চায়েত প্রধান ছিলাম, ততদিন সকলকে নিয়ে ভালোভাবে পঞ্চায়েত চালিয়েছি।”

Abhishek Banerjee : বেনামে ৬০ সম্পত্তি! ‘এক ডাকে অভিষেক’-এ অভিযোগ আসতেই পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ তৃণমূলের
কিছুদিন আগেই পঞ্চায়েত প্রধান এসকে সেলিমের নামে ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইনে অভিযোগ জমা পড়েছিল। পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে বলে খবর। এরপরেই দলীয় স্তরে তদন্ত করে দেখে যায়, অভিযোগের সত্যতা রয়েছে। দ্রুত সেই প্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল। মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এসকে সেলিম আলিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ দলীয় তদন্তে প্রমাণিত হওয়ার কারণেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়।

Pradip Sarkar TMC : ২৪ ঘণ্টার ডেডলাইন, খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপের ইস্তফা নিয়ে সুর চড়াল জেলা নেতৃত্ব
তবে এদিন পঞ্চায়েত প্রধান এসকে সেলিম স্থানীয় BDO-কে পদত্যাগ পত্র পাঠানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শৃখলাভঙ্গ বা দুর্নীতি সংক্রান্ত বিষয়ে দল থেকে তাঁকে যা বলা হয়েছে, সেটি প্রকাশ্যে আনতে তিনি রাজি নন। তবে দলীয় নির্দেশ থাকলেও মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি একাধিক পদের দায়িত্ব সামলাতে পারছে না। সে কারণেই পঞ্চায়েত প্রধান পদ থেকে অব্যাহতি চাইছেন বলে জানান তিনি। প্রশ্ন উঠছে, ঠিক যেদিন দল তাঁকে এ বিষয়ে চিঠি পাঠালো, ঠিক সেদিন বয়সজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা কী করে মনে হল তাঁর ?

Soumen Khan TMC : খড়্গপুরের মতো বিদ্রোহ মেদিনীপুর পুরসভাতেও
চলতি মাসের শুরুতেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলাতেই মারিশদার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকেও পদত্যাগ করতে হয় দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে। এর দু’দিন আগেই কাঁথিতে জনসভার আগে আচমকাই মারিশদার গ্রামে হাজির হন অভিষেক। তাঁকে কাছে পেয়ে, অভাব-অভিযোগের কথা জানান গ্রামবাসীদের একাংশ। সেখানে তাঁকে দেখে অভাব-অভিযোগের কথা জানান স্থানীয়রা। বাড়ি নেই, জল দাঁড়ায় বর্ষায়, পানীয় জলের সমস্যা এমন নানা অভিযোগ উঠে আসে। এরপরেই নিজের মিটিংয়ের মঞ্চ থেকে তিন পদাধিকারীকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *