Youtuber Riya Kumari Murder: আগেও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের হুমকি! হাওড়ায় অভিনেত্রী রিয়া কুমারীর খুনে গ্রেফতার স্বামী – youtuber riya kumari husband prakash kumar arrested by police in her murder case


হাওড়ায় জাতীয় সড়কে অভিনেত্রী ইশা আলিয়াকে খুনের ঘটনায় এবার পুলিশের হাতে গ্রেফতার হল তাঁর স্বামী।

 

হাইলাইটস

  • হাওড়ার বাগনানে 16 নম্বর জাতীয় সড়কের উপর শ্যুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছিল।
  • খুন হয়েছিলেন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া।
  • এই ঘটনায় পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তাঁর স্বামী প্রকাশ কুণারের উপর।
  • বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে তাকে।
Howrah Shootout Update: হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর শ্যুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছিল। খুন হয়েছিলেন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari Jharkhand) ওরফে ইশা আলিয়া। এই ঘটনায় পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তাঁর স্বামী প্রকাশ কুণারের উপর। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। সূত্রের খবর , বুধবার রাতেই মৃত অভিনেত্রীর পরিবারের লোকজন বাগনান থানায় আসেন। তাঁরা প্রকাশের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ প্রকাশকে গ্রেফতার করে।

Jharkhand Youtuber Murder: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে সন্দেহের তালিকায় স্বামীও, গান শট রেসিডিউ টেস্ট করাল পুলিশ
প্রসঙ্গত, বুধবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের চন্দ্রপুরে মহিষরেখা ব্রিজে কাছে অভিনেত্রী রিয়া কুমারীকে তার আড়াই বছরের মেয়ের সামনে গুলি করে খুনের অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। রিয়ার স্বামী প্রকাশ দাবি করেছিল, ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুস্কৃতীরা তার স্ত্রীকে গুলি করে খুন করেছে। যদিও প্রকাশের বয়ানে প্রথম থেকেই নানা অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই পুলিশ দফায় দফায় প্রকাশকে জেরা করে এবং রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত আসছে …
রিফ্রেশ করুন…

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *