Midnapore Municipality : খড়্গপুরে ছায়া মেদিনীপুরে? পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের – tmc councillor agitation against midnapore municipality chairman


West Bengal News : খড়্গপুর পুরসভার (Kharagpur Municipality) ছায়া এবার মেদিনীপুর পুরসভায়? পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে কার্যত অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ তৃণমূলের কাউন্সিলরদের। পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের সঙ্গে বিরোধের বিষয়কে সামনে রেখে পুরসভার চেয়ারম্যান-এর বিরুদ্বে অভিযোগের আঙুল তুলে বিক্ষোভ দলেরই ১১ জন কাউন্সিলরের। কাউন্সিলরদের বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল মেদিনীপুর পুরসভা (Midnapore Municipality) চত্বর।

Soumen Khan TMC : খড়্গপুরের মতো বিদ্রোহ মেদিনীপুর পুরসভাতেও
মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) অস্থায়ী সাফাই কর্মীদের বিরুদ্ধে এদিন পুরসভার গেটেই বিক্ষোভ দেখাল তৃণমূলের একাধিক কাউন্সিলর। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিক্ষোভকারী কাউন্সিলরদের অভিযোগ, গত ৫ ডিসেম্বর মেদিনীপুর পুরসভায় শ্রমিক ধর্মঘট চলাকালীন সাফাই কর্মীদের হাতে হেনস্থার শিকার হন তৃণমূল কাউন্সিলর লিপি বিষয়। শুধু তাই নয়, পুরসভা সংলগ্ন বিভিন্ন স্থানে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে লিপি বিষয়ের নামে জাতিগত ও বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য পোস্টার পড়েছে। যা নিয়েও ক্ষোভ দেখানো হয় এদিন। মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি, বিশ্বনাথ পাণ্ডব সরাসরি এই ঘটনায় চেয়ারম্যানের মদত রয়েছে বলেও অভিযোগ করেন।

Hooghly News : প্রবীণের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ, চেয়ারম্যানের আচরণে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক
অন্যদিকে, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, দু’পক্ষের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সবাইকে নিয়েই মেটানোর উদ্যোগ নিয়েছি। অনেকটা মিটিয়েও ফেলেছি। তবে পুরসভার শ্রমিক ইউনিয়নের নেতা তপন মুখোপাধ্যায় আবার সরাসরি এর জন্য তৃণমূলের অন্তর্কলহকেই দায়ী করেছেন। তিনি বলেন, “এটা ওঁদের নিজেদের মধ্যে লড়াই। বিশু পাণ্ডবরা চেয়ারম্যান হতে চাইছেন, তাই এইভাবে শ্রমিকদের মাঝে রেখে উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে চাইছেন।” গত ৫ তারিখ বিশু পাণ্ডবের নেতৃত্বেই কাউন্সিলার লিপি বিষয় জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

Ghatal Rabindra Satabarsiki Mahavidyalaya : প্রিন্সিপালের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ টিএমসিপির, উত্তেজনা ঘাটাল কলেজে
ঘটনার জন্য শাসকদলের অন্তর্কলহকে দায়ী করেছে BJP-ও। তবে এই বিষয়টি তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতিকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, মেদিনীপুর পুরসভা নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না। প্রসঙ্গত, গত পুরসভা নির্বাচনে মেদিনীপুর পুরসভা ২৫টি আসনের মধ্যে তৃণমূল (TMC) একাই পেয়েছিল ২০টি আসন। বাকি পাঁচটির মধ্যে সিপিএম (CPM) তিনটি, কংগ্রেস (Congress) এবং নির্দল একটি করে আসন পায়। পুরসভার চেয়ারম্যান হন সৌমেন খান। বোর্ড গঠনের পর থেকেই পুরসভার অন্দরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Internal Clash) শুরু হয়ে যায়। দিন কয়েক আগেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতরে চিঠি দেন ১১ জন কাউন্সিলর। দলের রাজ্য নেতৃত্বে তাঁদের বুঝিয়ে শান্ত করেন। ফের সেই ১১ জন কাউন্সিলর এবার বিক্ষোভ দেখালেন চেয়ারম্যানের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *