Trinamool Congress : ঘর ওয়াপসি হুগলির বুদোর, ফিরহাদের হাত ধরে ঘাসফুলে প্রত্যাবর্তন – hooghly isf leader sheikh moinuddin returned to trinamool congress


West Bengal News : গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে আইএসএফে (ISF) যোগ দিয়েছিলেন। বিধাসভা নির্বাচনে জাঙ্গিপাড়ায় তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থীও করা হয় তাঁকে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে ঘর ওয়াপসি সেই শেখ মইনুদ্দিন ওরফে বুদো। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

WB Panchayat Poll 2023 : ‘…ভাঙড়ে ISF-কে পাঁচ মিনিটে গুটিয়ে দেবে’, বিতর্কিত মন্তব্য তৃণমূল যুব নেতার
তৃণমূলে থাকার সময় জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বুদো। বিধায়ক গোষ্ঠীর সঙ্গে গন্ডোগোলে এবং একাধিক অশান্তির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির নির্বাচনে (Panchayat Elections) জিতলেও, দল আর তাকে সভাপতি করেনি। এরপর ২১ এর বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-এ (ISF) যোগ দেন মইনুদ্দিন। বৃহস্পতিবার ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাত ধরে তৃনমূলে ফিরতেই, তাঁর অনুগামীরা সবুজ আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ফের পুরনো দলে ফিরতে পেরে খুশি মইনুদ্দিন ওরফে বুদো। কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রতি। তিনি বলেন, “আমি তৃণমূলের পুরনো কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে শ্রদ্ধা করি। তাই মানুষের জন্য কাজ করতেই পুরনো দলে ফিরলাম।”

Co Operative Elections : খাতা খুলতে পারল না বিরোধীরা, হলদিয়ায় সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল
সম্মান না পেয়ে তিনি যে তৃণমূল ছেড়েছিলেন, তা স্বীকারও করে নিয়েছেন বুদো। আগামী দিনে বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে হাতে হাত ধরে কাজ করতে চান বলে জানান। নিজেকে দলবদলু বলে ভাবতে নারাজ বুদো। এ ব্যাপারে নিজেকে বাসযাত্রীর সঙ্গে তুলনায় টানেন। বুদো তৃণমূলে ফেরায়, কার্যত মুখ ভার আইএসএফ (ISF)-এর। এ নিয়ে আইএসএফ (ISF চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি বলেন, “বুদো তৃণমূলে যোগ দিয়েছেন শুনলাম। গত বিধানসভা নির্বাচনের পর থেকে আইএসএফের (ISF) সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল সে। কে কোন দল করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।” বুদো দল ছাড়ায় আইএসএফের (ISF) কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছেন নওসাদ সিদ্দিকি। এতে দলের একটি ভোট কমল বলে মনে করছেন তিনি।

Co Operative Elections : সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা, পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায় তৃণমূলের দখলে
এরপরেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান আইএসএফ (ISF) চেয়ারম্যান। সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি নিয়ে সরব হন তিনি। তাঁর মতে, এরাজ্যে মানুষের হাতে কাজ নেই। সর্বত্র শুধু দুর্নীতি। তাঁর দল মানুষের জন্য রাজনীতি করে বলে দাবি করেন নওসাদ। বুদোর এই ঘরে ফেরাকে BJP কটাক্ষ করতে ছাড়েনি। জাঙ্গিপাড়ায় দলের শক্তি বৃদ্ধি পাওয়ায় তৃণমূল ভয় পেয়েছে বলে দাবি করেছেন BJP নেতা প্রসেনজিৎ বাগ। তাই, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই শাসক দলের এই প্রয়াস বলে দাবি করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *