Mukul Roy : মুকুলের হাত ধরে ‘ঘর ওয়াপসি’, তৃণমূলে যোগ ৫ বিরোধী কাউন্সিলরের – five councilors of krishnanagar municipality join trinamool congress in presence of mukul roy


West Bengal Local News: নতুন বছরের শুরুতই জার্সি বদল নদিয়ায়। তৃণমূলের (Trinamool Congress) প্রতিষ্ঠা দিবসের দিন কৃষ্ণনগর পুরসভার পাঁচ বিরোধী কাউন্সিলর জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। পাঁচ কাউন্সিলর এর হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের জৈব প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাৎপর্যপূর্ণভাবে রবিবারের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও (Mukul Roy)। কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অসীম বিশ্বাস, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন দত্ত, ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবানন্দ শর্মা, ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মনিকা কর এবং ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুমিত বিশ্বাস রবিবার তৃণমূল যোগ দিয়েছেন।

Mamata Banerjee Mukul Roy: ফের সক্রিয় হচ্ছেন তৃণমূলের ‘চাণক্য’? মমতার সভা শেষে মুকুল বললেন…
দলীয় সূত্রে খবর, এদের প্রত্যেকেই ২০২২ সালের দলের টিকিট না পেয়ে নির্দল বা কংগ্রেস প্রার্থী হিসবে নির্বাচনে লড়াই করেছিলেন। নির্বাচনে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে বিরোধী কাউন্সিলর হিসেবে কৃষ্ণনগর পুরসভায় কাজ করছিলেন এরা। পাঁচ কাউন্সিলরের যোগদানের ফলে এই পুরসভায় তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী এবং বিধায়কের হাত ধরে পুরনো দল তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন এই কাউন্সিলররা।

আচমকাই পিএসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা Mukul Roy-এর
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাঁর আগে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি জানিয়েছেন, দলে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে কড়া পদক্ষেপ করা হবে। সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূলে যোগদানকারী এক কাউন্সিলর বলেন, “এটা আমাদের পুরনো দল। এখানে ফিরে এসে ভালো লাগছে। কোনও ভুল কাজ হলে দলে থেকেও বিরোধিতা করা যায় বলে আমাদের বিশ্বাস।”

Mamata Banerjee : বকুনি পেরিয়ে মমতার ‘পুরস্কার’, কয়েক মাসেই খেলা ঘোরালেন মহুয়া মৈত্র
তাৎপর্যপূর্ণভাবে এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একদা ‘নম্বর টু’ মুকুল রায়। মুকুল রায়ের হাত ধরেই বাংলার রাজনীতিতে দলবদল শিল্পের পর্যায়ে পৌঁছেছিল একথা প্রায় সকলেরই জানা। ২০১৭ সালে বিজেপিতে যোগদানের পর ২০২১-এ কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে লড়ে জিতে ছিলেন মুকুল। কিন্তু, ভোট জয়ের কয়েকদিন পর তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ হয় মুকুলের। বেশ কয়েকদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও মুকুল ক্রমেই সক্রিয় হতে শুরু করেছেন বলে তৃণমূল সূত্রে খবর। এদিনের যোগদান মঞ্চে তাঁর উপস্থিতিতে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের প্রশ্ন তৃণমূলের মূলস্রোতে মুকুলের ফিরে আসা কী সময়ের অপেক্ষা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *