Pradhan Mantri Awas Yojana : আবাসে অনিয়মের অভিযোগ, BJP-র বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার – bjp workers protest in medinipur bdo office for pm awas yojana scam


Produced by Suman Majhi | Lipi | Updated: 2 Jan 2023, 5:01 pm

মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে BDO অফিসে BJP-র বিক্ষোভ। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ধ্বস্তাধস্তিতে উত্তপ্ত বিডিও অফিস চত্বর।

 

Pradhan Mantri Awas Yojana
BJP-র বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগ।
  • মেদিনীপুর সদর BDO অফিস ঘেরাও BJP-র।
  • পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি BJP নেতাকর্মীদের।
Paschim Medinipur : প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে মেদিনীপুর সদর BDO অফিস ঘেরাও করতে মরিয়া হয়ে উঠল BJP। এদিন সকালে স্থানীয় BJP নেতাকর্মীরা মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে BDO অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাঁদের বক্তব্য শিরোমনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামগুলিতে আবাস যোজনা (Awas Yojana) লিস্টে নাম থাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই তাঁরা BDO অফিসে ঢুকে BDO-র সঙ্গে দেখা করতে চান।

Pradhan Mantri Awas Yojana : আবাসে অনিয়মের প্রতিবাদে BJP-র ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তরপাড়ায়
কিন্তু, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে অফিসের মূল ফটকের সামনেই BJP নেতাকর্মীদের ধ্বস্তাধস্তি বেধে যায়। পুলিশ তাঁদের বারবার অনুরোধ করে বিক্ষোভ তুলে নিতে। পুলিশের তরফ থেকে বলা হয়, এভাবে এতজন মিলে BDO অফিসে ঢোকা যায় না। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে BJP কর্মী সমর্থকরা উপভোক্তাদের নিয়ে জোর করে BDO অফিসের ভিতরে প্রবেশ করতে যান। চলতে থাকে মুহুর্মুহু স্লোগান। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় এলাকায়। বাধ্য হয়ে পুলিশ মূল গেটের সামনে থেকে জটলা সরিয়ে ফটক বন্ধ করে দেয়।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে ক্ষোভ, নদিয়ায় পঞ্চায়েত অফিসে তুমুল উত্তেজনা-ভাঙচুর
পরে BDO অফিসের নিরাপত্তার দায়িত্বে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করা হয়। পরে BDO অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন উপভোক্তা ও BJP নেতাকর্মীরা। উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে আবাস যোজনায় (Awas Yojana) দুর্নীতির অভিযোগ উঠেছে। পাকা বাড়ি না থাকা সত্ত্বেও প্রচুর গরীব মানুষের নাম আবাস যোজনা (Awas Yojana) লিস্টে নেই বলে দাবি করেছে BJP। সেই জায়গায় যে মানুষের আবাস যোজনার বাড়ির কোনও প্রয়োজনই নেই, সেই সমস্ত মানুষদের নাম লিস্টে রয়েছে বলে অভিযোগ। সেই প্রতিবাদেই BJP-র আজকের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি বলে জানিয়েছেন স্থানীয় BJP নেতারা।

Pradhan Mantri Awas Yojana : বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বাদ আবাস যোজনায়! প্রধানের বাড়ি ঘেরাও হুগলিতে
আবাস যোজনা (Awas Yojana) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে গোটা রাজ্য জুড়েই। এর মূল নিশানাতে রয়েছে রাজ্যের শাসকদল। কিছুদিন আগেই জেলার কেশপুর ব্লকের ৯ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি সহ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ ছিল আবাস যোজনা প্রকল্পের বাড়ির দাবিদার হলেও কেটে দেওয়া হয়েছে তাদের নাম। দীর্ঘক্ষণ ধরে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে চলে বিক্ষোভ। যদিও সব বিক্ষোভের পিছনেই বিরোধীদের ইন্ধন দেখতে পাচ্ছে শাসক শিবির।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *