Jhargram News : রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ঝাড়গ্রাম পুলিশের তৎপরতায় নাবালিকাকে ফিরে পেল পরিবার – jhargram police rescued a missing child and handed over to her parents


West Bengal News : মা-বাবা’র কাছে বকা খেয়ে অভিমান। আর তাতেই রাগের মাথায় হটাৎ করে সিদ্ধান্ত নেয় মাসির বাড়ি চলে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। বেরিয়েও যায় বাড়ি থেকে। কিন্তু মাসির বাড়ির জায়গায় ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সুদূর ঝাড়গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসের ২৯ তারিখ ঝাড়গ্রাম (Jhargram) শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার সাবিত্রী মন্দির কাছে একটি ১৬ বছরের নাবালিকাকে ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় যে এই নাবালিকা বাইরে থেকে এই এলাকায় এসেছে। তারপরেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি ঝাড়গ্রাম থানায় (Jhargram Police Station) জানান। সাবিত্রী মন্দিরের কাছে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ (Jhargram Police Station)। নাবালিকার সঙ্গে কথা বলে পুলিশ বুঝতে পারে নাবালিকা বাইরে থেকে এসেছে।

Jhargram News : মোরগ লড়াইয়ের টাকা নিয়ে বচসার জেরে বন্ধুর হাতে খুন
এরপর থানায় নিয়ে গিয়ে নাবালিকার নাম পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। নাবালিকা পুলিশকে প্রথমে ভুল নাম ও ঠিকানা বলে। পরের দিন ৩০ ডিসেম্বর SDM আদালতে তোলা হলে নাবালিকাকে কাউন্সেলিং করে খড়গপুর হোমে দু’দিনের জন্য পাঠানোর নির্দেশ দেয় SDM আদালত। সেই মত ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নাবালিকার কাউন্সেলিং করা হয়। তারপরেই ওই নাবালিকা পুলিশকে তার সঠিক নাম এবং পরিচয় জানায়। জানা যায়, নাবালিকার বাড়ি উড়িষ্যাতে। এই ঘটনার তদন্তকারী অফিসার বাবলু দোলাই উডিষ্যার সীবিচ থানার সঙ্গে যোগাযোগ করেন এবং ওই নাবালিকার মা এবং বাবাকে খুঁজে বার করেন। নাবালিকার মা এবং বাবাকে ঝাড়গ্রামে (Jhargram) আসার জন্য বলেন তদন্তকারী অফিসার বাবলু দোলাই।

Blind T20 World Cup 2022 : বিশ্ব জয়ের কাণ্ডারি শুভেন্দু, গ্রামে ফিরতেই উল্লাসে মাতল ঝাড়গ্রাম
এরপর নাবালিকা তার মা-বাবাকে শনাক্ত করে এবং ওর মা বাবাও ওই নাবালিকাকে শনাক্ত করেন এবং SDM আদালতের কাছে তাদের পরিচয় পত্র দেখান। তারপরেই ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় SDM আদালত। এই বিষয়ে নাবালিকার বাবা এবং মা বলেন, “বাড়িতে রাগ করে মেয়ে মাসির বাড়ি যাবে বলে বেরিয়েছিল, কিন্তু সে এতদূর চলে আসবে আমরা ভাবতে পারিনি। আমাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ঝাড়গ্রাম থানার (Jhargram Police Station) পুলিশের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব।”

Jalpaiguri News : বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন? জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে ধুন্ধুমার
নাবালিকা কিভাবে ঝাড়গ্রাম পৌঁছলো?

সেই সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা প্রথমে বাড়ি থেকে বেরিয়ে কটক যায়। কটক থেকে ট্রেন ধরে খড়গপুর পৌঁছয়, খড়গপুর থেকে বাস ধরে ঝাড়গ্রাম (Jhargram) পৌঁছেছিল ওই নাবালিকা। বেশ অনেকদিন ধরেই প্রশাসনিক কাজের পাশাপাশি ঝাড়গ্রাম থানার পুলিশ (Jhargram Police Station) মানবিক কাজও করে থাকে। ভবঘুরে এবং বিভিন্ন এলাকা থেকে অসহায় বা মানসিক ভারসাম্য ব্যক্তিদের উদ্ধার করে তাদের নাম পরিচয় জানার পর তাদের পরিবারের হাতে তুলে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *