Raigunge News : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১ বাইক আরোহী – young man lost his life in a bike accident on national highway at raigunge


West Bengal Local news: ভয়াবহ দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ফরেস্ট মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে (NH 34) এই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বাইক আরোহী অন্য দুই যুবক আহত। মৃত ওই যুবকের নাম শুভ বর্মন (২৫)। আহতদের নাম সুনিল বর্মন ও বাপী বর্মন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের প্রত্যেকেই রায়গঞ্জ ব্লকের ৩ নং মহিপুর গ্রাম পঞ্চায়েতের দশমাইল গ্রামের বাসিন্দা। স্থানীয়দের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (Raigunge Government Medical College and Hospital) নিয়ে যাওয়া। সেখানেই চিকিৎসকরা শুভ বর্মন নামের ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

Howarh Accident : জনবহুল এলাকায় গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি, পরপর মোটরবাইক-সাইকেলে ধাক্কা
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ফরেস্ট মোড়ের পার্শ্ববর্তী এলাকা মনিপাড়ায় রাতে একটি গোডাউনে আগুন লেগে যাওয়াতে জাতীয় সড়কে ধীর গতিতে যানবাহন চলছিল। তখনই রায়গঞ্জের দিক থেকে আসা একটি মোটরবাইকে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। লরির সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে রায়গঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ বাইকটিকে থানা নিয়ে গিয়েছে। থানা সূত্রে খবর, ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাইকে থাকা যুবকরা মদ্যপ অবস্থায় ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Bankura News : বছরের শুরুতেই বাঁকুড়ায় দুর্ঘটনা, ধান বোঝাই লরি উলটে মৃত ৪
এই ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত দাস বলেন, “সামনে পাটের গোডাউনে আগুন লাগার কারণে এখানে রাস্তায় যানযট ছিল। দ্রুত গতিতে বাইক নিয়ে এসে পিছনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ওরা ধাক্কা মারে। তিনজনই বাইক থেকে ছিটকে রাস্তা পড়ে গিয়েছিল। দুজনের ভীষণ আঘাত লেগেছে। কেন দ্রুত গতিতে আসছিল তা আমরা বলতে পারবনা। তবে যেটুক জানতে পেরেছি বাইকে থাকা তিনজন দশমাইল গ্রামের বাসিন্দা।”

Howrah News : ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের পর লরি চালকের মোবাইল-টাকা চুরি, প্রশ্নের মুখে জাতীয় সড়কের নিরাপত্তা
স্থানীয় এক দোকানদার অলোক মাজি বলেন, “বাইকটি খুব জোরে আসছিল। পাশের গোডাউনে আগুন লেগে যাওয়ার কারণে রাস্তা অনেক যানজট ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা লরিটিকেই ধাক্কা মারে বাইকটি। তিনজন ছিটকে রাস্তা পড়ে যায়। গলগল করে রক্ত বের হচ্ছিল। আমরাই পুলিশকে খবর দিয়েছিলাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *