Bhatpara Fire Incident : ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভাটপাড়ার জুট মিলে, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা – massive fire incident at bhatpara reliance jute mill


West Bengal News : বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Incident) সাক্ষী রইল ভাটপাড়া (Bhatpara) এলাকা। এদিন দুপুরে হঠাৎ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের (Bhatpara Reliance Jute Mill) পাটঘরে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে ভাটপাড়া (Bhatpara) দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার পাটের ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কি কারণে এমন ভয়াবহ আগুন (Fire Incident) লাগল, তা নিয়ে কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে শর্ট সার্কিট (Short Circuit) থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। যে জায়গায় এই জুট মিল অবস্থিত, সেই এলাকাটি ভীষণ সংকীর্ণ ও ঘিঞ্জি। চারিদিকে জালের মতন ছড়িয়ে রয়েছে ইলেক্ট্রিকের তার।

Fire Incident: ২০ ঘণ্টা পরও নেভেনি পাট গুদামের আগুন, মনিপাড়ায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালালেও তাঁদের রীতিমত বেগ পেতে হয়। দমকল ছাড়াও জুট মিলের কর্মীদের দেখা যায় মগ বালতি নিয়ে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করতে। এই বিষয়ে কাঁকিনাড়া স্টেশন (Kankinara Station) অফিসার সাংবাদিকদের জানান, “আমাদের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছে। পুরো নিয়ন্ত্রনে না এলেও আগুন অনেকটাই নিয়ন্ত্রনে এই মুহূর্তে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, কিন্তু এখনই বিশদে বলার সময় আসেনি।”

Baguiati Fire Incident : বাগুইআটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি
তিনি আরও বলেন, “ক্ষয়ক্ষতি প্রচুর হলেও, কারোর আহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই।” জুট মিলের এক কর্মচারী বিনোদ কুমার সাউ জানান, “শীতকালে জুট মিলে মাঝে মধ্যে আগুন লাগলেও সেটা এত ভয়ঙ্কর ভাবে লাগে না। কর্মীরাই সেই আগুন আয়ত্তের মধ্যে আনেন। কিন্তু এবারের আগুন এত ভয়াবহ দেখেই দমকলকে খবর দেওয়া হয়। তিনটে ডিপার্টমেন্ট পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।”

Fire Incident: পাটের গুদামে বিধ্বংসী আগুনে আতঙ্ক, শীতের হাওয়ায় লেলিহান শিখার দাপট
দিন দুয়েক আগেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে (Raiganj) একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। সেই আগুন আয়ত্তে আনতে সময় লেগেছিল ২০ ঘণ্টারও বেশি। দমকলের ৭টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়েছিল। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল গুদামে মজুত করা বিপুল পরিমাণ পাট। সঙ্গে দুটো লরিও আগুনে ভস্মীভূত হয়েছিল। পাটের গুদামের পিছনে অবস্থিত অপর একটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। বড় গুদামে অগ্নি নির্বাপনের তেমন কোনও ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠেছে মালিকদের গাফিলতির দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *