শিলিগুড়িতে দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার যুবককে ঘষটে টেনে নিয়ে গেল গাড়ি। মৃত যুবক।

হাইলাইটস
- দিল্লির কানঝাওয়ালার ঘটনার ছায়া এবার শিলিগুড়িতে।
- দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার যুবককে ঘষটে টেনে নিয়ে গেল গাড়ি।
- দুর্ঘটনার পর ডাম্পারের নীচে আটকে ছিলেন বাইকের সহ চালক।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) ১ নম্বর গেটের কাছে অনন্ত দাস পড়ে যায়। ২ নম্বর গেটে কাছে বাইকে আগুন লেগে ডাম্পারেও আগুন লেগে যায়। পালিয়ে যায় ডাম্পার চালক। এরপর ডাম্পারটি আগুনে পুড়ে যায়। পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এলাকায় যায়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মৃত অনন্ত দাস পেশায় শাঁখা ব্যবসায়ী। বাগডোগরা হাট থেকে গোঁসাইপুরের বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময়েই ওই ঘটনা ঘটে। বাগডোগরা থেকে শিবমন্দিরমুখী একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে আগুন ধরে যাওয়ার কারণেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ডাম্পারটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বর্ষবরণের রাতে দিল্লিতেও একই ধরনের দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণীর। যে ঘটনায় তোলপাড় হয় সারা দেশ। সেদিন ভোর রাতে স্কুটারে করে যাচ্ছিলেন ২০ বছর বয়সী অঞ্জলি। সেই সময় দিল্লির কানঝাওয়ালাতে তাঁর স্কুটারে ধাক্কা মারে একটি মারুতি সুজুকি বেলেনো। তারপর তরুণী স্কুটার থেকে পড়ে যান। এবং গাড়ির নীচে আটকে যায় তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই অবস্থাতেই প্রায় ১২ কিলোমিটার রাস্তা ওই তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়েছে ওই চার চাকার গাড়িটি। যখন গাড়ি থামে ততক্ষণে বিবস্ত্র তরুণী। শরীরে প্রাণ নেই। এরপর তদন্ত শুরু হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ