Primary School : মদ্যপান করে স্কুলে প্রধান শিক্ষক, টানা বিক্ষোভের জেরে বড় সিদ্ধান্ত নিল আরামবাগের স্কুল – arambagh primary school headmaster banned to enter classes start


আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল।

 

Primary School
প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা

হাইলাইটস

  • প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা।
  • মদ্যপ অবস্থায় স্কুলে আসায় অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্থানীয় প্রধান সেখ রফিক।
  • উনি এই স্কুলে যা পরিবেশ তৈরি করেছেন, তার জন্য অভিভাবকরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছেন বলে জানান তিনি।
Hooghly : অভিযুক্ত প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা। আরামবাগের (Arambagh) ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Dihalpara Primary School) প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার আশ্বাস মেলায় খোলা হল স্কুলের তালা। মদ্যপ অবস্থায় স্কুলে আসায় অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্থানীয় প্রধান সেখ রফিক। এরপরেই শুক্রবার সকালে স্কুলের চাবি খোলা হয় এবং পঠনপাঠন শুরু হয়। বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার সকাল থেকেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের সামনে। মদ্যপ প্রধান শিক্ষক স্কুলে এলে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসবে না বলে জানানো হয় অভিভাবকদের তরফে। স্কুলের পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ ছিল এদিন সকাল থেকে। প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে না দেওয়ার দাবি নিয়ে স্কুলের তালা খুলতে রাজি ছিল না হুগলি জেলার আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবকেরা। মদ্যপ প্রধান শিক্ষকের বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে সাফ জানান অবিভাবকেরা।

Primary School : মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রধান শিক্ষক! প্রতিবাদে স্কুলে তালা গ্রামবাসীদের
সকাল থেকেই স্কুলে এসেও অপেক্ষায় ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। যদিও এদিন স্কুলে আসেননি অভিযুক্ত প্রধান শিক্ষক। অবশেষে স্থানীয় পঞ্চায়েত প্রধান এসে উপস্থিত হন ঘটনাস্থলে। প্রধানের আশ্বাসে বিক্ষোভ প্রশমিত হয় অভিভাবকদের। চালু করা হয় বিদ্যালয়। শুক্রবার স্কুলে গিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সেখ রফিক বলেন, “আমার সঙ্গে এসআই এবং কর্মাধক্ষ্য সাহেবের সঙ্গে কথা হয়েছে। ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এই স্কুলে ওঁকে আর আসতে দেওয়া হবে না। পরবর্তীকালে ওঁকে অন্য স্কুলে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হবে।” উনি এই স্কুলে যা পরিবেশ তৈরি করেছেন, তার জন্য অভিভাবকরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছেন বলে জানান তিনি।

Primary School : স্কুলের দেওয়ালেই সহজপাঠ! আশ্চর্য কীর্তি বাঁকুড়ার শিক্ষকের
বৃহস্পতিবার হুগলি (Hooghly) জেলার আরামবাগের (Arambagh) মলয়পুরের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে গ্রামবাসীরা দেখেন স্কুলের গোটা স্টাফ রুমে মদের গন্ধ। গ্রামবাসীদের অভিযোগ, রীতিমতো নেশার ঘোরে কথা বলছেন স্কুলের প্রধান শিক্ষক। বাকি শিক্ষক-শিক্ষিকারা মদের গন্ধে স্টাফ রুমের বাইরে চলে যান। ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে এমন ঘটনা দেখে হতবাক এক অভিভাবিকা। প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন, এই কথা গ্রামে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তারা। স্কুলে চলে ব্যাপক বিক্ষোভ। এর পাশাপাশি স্কুলে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরুণ কুমার সিংহ। তিনি যে মদ্যপ অবস্থায় রয়েছেন তা স্বীকারও করে নেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *