স্থানীয় সূত্রে খবর, নদিয়ার (Nadia) নবদ্বীপ শহরে সাতসকালে নিয়ন্ত্রণহীন এক লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনাটি (Road Accident) ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ শহরের দণ্ডপানি তলাঘাট মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল আনুমানিক ৮.১৫ নাগাদ একটি ওভারলোড বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহীকে সামনের চাকায় পিষ্ট করে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে (Nabadwip State General Hospital) পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বৃদ্ধের বাড়ি নবদ্বীপ শহরের চটির মাঠ এলাকায়। দণ্ডপানি তলা এলাকায় একটি ফার্নিচার শো রুমে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় এ দিনও বাড়ি থেকে কাজে যোগ দিতে আসছিলেন। যাওয়ার পথে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়। স্থানীয় লোকজন ঘাতক লরিটি ও চালককে আটক করে। খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ (Nabadwip Police Station)। পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে থানায় নিয়ে যায়। চালককে আটক করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিদিনই এই এলাকা দিয়ে চোরাই বালি নিয়ে ওভারলোড গাড়ি যাতায়াত করছে। সামনেই দুটো স্কুল থাকলেও কোনওরকম নিয়ন্ত্রণ নেই যান চলাচলের। বেপরোয়া ভাবে বালি বোঝাই লরি যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ি ওভারলোড থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নদিয়ার (Nadia) নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। একটি লরির সঙ্গে একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ যায় দুই শিশু সহ পরিবারের পাঁচ সদস্যের। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহায়তায় প্রত্যেককেই দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন।