PM Awas Yojana : আবাস নিয়ে ক্ষোভ, নন্দীগ্রামে BDO-র গাড়ি ঘিরে ধরে গ্রামবাসীদের বিক্ষোভ – pradhan mantri awas yojana villagers protest by surrounding bdo car in nandigram


আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে নন্দীগ্রামে বিডিওর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ।

 

হাইলাইটস

  • আবাস যোজনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম-1 ব্লকের দাউদপুর গ্রামপঞ্চায়েত এলাকার নয়নানের ছয়ঘরিতে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
  • স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এমন কয়েকজনের নাম এসেছে আবাসের তালিকায় যাঁদের পাকা বাড়ি আছে।
  • পরে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা (Pradhan Mantri Gramin Awas) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নন্দীগ্রামে (Nandigram) বিডিওর (BDO) গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামের (Nandigram) দাউদপুর গ্রাম পঞ্চায়েত (Daudpur gram panchayat) এলাকায়। এলাকায় আবাস নিয়েই অভিযোগ খতিয়ে দেখতে যান বিডিও সুমিতা সেনগুপ্ত। প্রায় আধ ঘণ্টা ধরে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশের তৎপরতায় বিডিওর গাড়ির সামনে থেকে বিক্ষোভ সরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, আবাস যোজনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর গ্রামপঞ্চায়েত এলাকার নয়নানের ছয়ঘরিতে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এমন কয়েকজনের নাম এসেছে আবাসের তালিকায় যাঁদের পাকা বাড়ি আছে। বেশ কয়েকজনের বাদ গিয়েছে, যাঁদের মাথা গোঁজার ঠাঁই মাটির ঘরে। এরইমধ্যে রবিবার এলাকায় অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলেন বিডিও। অভিযোগ, সেখানেই আবাস যোজনার সার্ভেতে দুর্নীতির অভিযোগ তুলে নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুনীতা সেনগুপ্তর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

PM Awas Yojana : আবাস যোজনা নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ BJP
আজ যখন গ্রাম পঞ্চায়েত এলাকার নয়ানান এলাকা দিয়ে স্থানীয় বিডিও সুমিতা সেনগুপ্ত গাড়িতে করে যাচ্ছিলেন সেই সময় স্থানীয় মানুষজন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা প্রকৃত উপভোক্তা তাঁরা অনেকে তালিকা থেকে বাদ গিয়েছে। প্রকৃত উপভোক্তারা যাতে তাঁদের প্রাপ্য আবাস যোজনার বাড়ি পায় তার ব্যবস্থা করতে হবে। প্রায় ৩০-৪৫ মিনিট গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। বিডিও গাড়ি নিয়ে রওনা দেন। তবে বিক্ষোভের মাঝে বিডিও জানান, “সরকারি নিয়ম মেনেই স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করা হচ্ছে। কারও যদি কোনও অভিযোগ থাকে তা জানাতে পারেন। তবে এই ভাবে বিক্ষোভ দেখিয়ে সমস্যার সমাধান হয় না। সরকারি যে নির্দেশ সেই নির্দেশ মেনেই তালিকা তৈরি হয়েছে।”

Pradhan Mantri Awas Yojana : আবাস নিয়ে ক্ষোভ, ঝাঁটা হাতে BJP-র প্রতিবাদ খানাকুল বিডিও অফিসে
আবাস যোজনা নিয়ে সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময় প্রতিবাদের ছবি উঠে আসছে। বাংলায় আবাস যোজনা কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্যের পূর্ব মেদিনীপুর ও মালদা জেলা ঘুরে গিয়েছেন। তার পর আবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের মানুষ খুব্ধ হয়ে ওঠে। নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ প্রতিবাদে ফেটে পড়েন৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *