Trinamool Congress : শিউলির ‘গান্ধীগিরি’, বিক্ষোভকারীদের চপের ‘ট্রিট’ তৃণমূল বিধায়কের – trinamool congress mla seuli saha of keshpur took initiative to solve party inner clash


West Bengal Local News: বিভিন্ন সময়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্য সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর (Keshpur)। দীর্ঘদিন ধরে জেলা নেতৃত্বের তরফে চেষ্টা করা হলেও বিবাদমান গোষ্ঠীদের থামানো সম্ভব হয়। কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। দলীয় কোন্দল এখনই নিয়ন্ত্রণ না করা গেলে দলকে সমস্যা পড়তে হতে পারে। এই সম্ভাবনা থেকে কেশপুরে শাসকের কোন্দল মেটাতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের তৃণমূল বিধায়ক (Trinamool MLA) শিউলি সাহা। সোমবার তেলেভাজা খাইয়ে তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীদের মানভঞ্জনের চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। ‘কেশপুরে আর তিক্ততা চাই না’ এই বার্তাও দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী। যদিও উলটো সুর শোনা গিয়েছে স্থানীয় ব্লক যুব সভাপতির গলায়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মন্ত্রীর বার্তার পর তা মানতে নারাজ যুব তৃণমূল সভাপতি। আদৌ এলাকায় দলীয় কোন্দল মেটানো সম্ভব কিনা, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

Seuli Saha On Actor Dev : ‘মিঠুনদা আমি বাবা-ছেলের মতো…’, দেবের মন্তব্যে পালটা খোঁচা তৃণমূল বিধায়কের
দিন তিনেক আগেই কেশপুর কলেজে গভর্নিং বডির বৈঠক ঘিরে প্রকাশ্যে আসে শাসকদলের কোন্দল, এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন ওই কলেজের পড়ুয়া তৃণমূল ছাত্র পরিষদের জনা কয়েক ছাত্র। সোমবার রাতে বিক্ষুব্ধ ছাত্রদের তেলেভাজা খাইয়ে মানভঞ্জনের চেষ্টা করলেন মন্ত্রী শিউলি সাহা। সোমবার দুপুরে কেশপুরে প্রথমে ‘দিদির দুত’ কর্মসূচি সম্বন্ধিত সাংবাদিক বৈঠক করেন শিউলি সাহা। এরপর সন্ধ্যায় বিধায়ক কার্যালয় এসে পৌঁছন কেশপুর কলেজের বিক্ষুব্ধ দুই ছাত্রনেতা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মন্ত্রী। কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজাও বৈঠকে ছিলেন।

Actor Dev : বন্দে ভারত এক্সপ্রেসে পরপর আক্রমণ, মুখ খুললেন সাংসদ দেব
বৈঠক শেষে মন্ত্রী দাবি করেন, যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। সকলকে সাথে নিয়ে চলার বার্তাও দিয়েছেন কেশপুরের বিধায়ক। বিক্ষুব্ধ দুই ছাত্রনেতার দাবি, অন্যের প্ররোচনায় পা দিয়ে কোন্দলে জড়িয়ে ছিল তাঁরা। যদিও মন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই উলটো সুর শোনা যায় কেশপুরের ব্লক যুব তৃণমূল সভাপতি আসিফ ইকবালের গলায়। বৈঠকে তাঁকে না ডাকার অভিযোগ জানিয়েছেন আসিফ। তিনি বলেন, ‘গোটা বিষয়টি রাজ্য ও জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।’ তবে ছাত্রনেতাদের প্রতি মন্ত্রীর এই মনোভাবকে সমর্থন জানিয়েছেন মন্ত্রী। সোমবার রাতের এই ঘটনার পর কেশপুরের রাজনৈতিক চিত্রটা কি আদৌ বদলাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল, উত্তেজনা কেশপুরে
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *