তিনি অভিযোগ করে বলেন, “তৃণমূলের সঙ্গে থাকলেও এইসব গরীব পরিবারের কোনও উন্নতি হয়নি। আর সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) আদর্শে অনুপ্রানিত হয়ে এরা আজ তৃণমুল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন।” রবিবার এই যোগদান পর্ব চলে। দলবদল করা এই সকল মানুষজনের বক্তব্য তৃণমূল কোনও কাজ করতে পারছে না। লাগাতার দুর্নীতি করছে তৃণমূল।
যোগদানকারী এক ব্যক্তি বলেন, “কেউ যদি ভাল কাজ করতে চায় তাঁকে চেপে দেওয়া হয়। যাতে সে সেই কাজ করতে না পারে। এমনকি টাকা দিয়ে মানুষকে ঘর দেওয়া হচ্ছে। সেই কারণে তৃণমূলে ছেড়ে BJP-তে যোগদান করলাম।” ওই ব্যক্তি আরও বলেন, “আবাস যোজনা ও একশো দিনের কাজে এলাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা রোখার চেষ্টা করেছি। একাধিকবার প্রতিবাদও করেছি। কিন্তু কেউ কথা শোনেননি।” অন্যদিকে তৃণমূল থেকে BJP-তে যোগ দেওয়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন বলেন, “যখন রাজ্যের বিভিন্ন জায়গায় BJP ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচী চলছে, তখন কেন ওই পরিবারগুলি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল সেটা দলের তরফে খতিয়ে দেখা হবে।”
এদিকে, গতকাল এই উলুবেড়িয়ারই খালোড় অঞ্চল থেকে এক প্রতিবাদ সভায় ৫০০ জন BJP নেতা কর্মী তৃণমূলে যোগ দেন। সেদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অরুনাভ সেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা। এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই প্রায় ১০০টি পরিবারের BJP-তে যোগদান করানোর বিষয়টিকে বদলা হিসেবেই দেখছেন জেলার রাজনৈতিক মহল। সামনে পঞ্চায়েত ভোট থাকায় আগামী দিনগুলিতেও এই যোগদান পর্ব চলতে থাকবে বলে অভিমত তাঁদের।