Rakhi Sawant Arrested: পুলিসে অভিযোগ দায়ের শার্লিনের, গ্রেফতার রাখি সাওয়ান্ত!


Rakhi Sawant Arrested, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেফতার করল মুম্বই পুলিস। রাখির গ্রেফতারির খবর বৃহস্পতিবার ট্যুইট করে জানান শার্লিন চোপড়া। এদিন সকালেই নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করেন যে, অম্বোলি পুলিস গ্রেফতার করেছে রাখিকে। কিন্তু কী কারণে এই গ্রেফতারি? ট্যুইটে একটি এফআইআরের উল্লেখ করেন শার্লিন। সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখিকে।

শার্লিন চোপড়া ট্যুইটে লেখেন, ‘ব্রেকিং নিউজ। আম্বোলি পুলিস গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। ৮৮৩/২০২২ এই এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল মুম্বই সেশন কোর্ট রাখি সাওয়ান্তের আবেদন বাতিল করে দিয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ শোনা যাচ্ছে বৃহস্পতিবারই রাখিকে আন্ধেরি কোর্টে তোলা হবে।

আরও পড়ুন- Srabanti: ফের বিয়েতে বিপত্তি! ছোট্ট ভুলেই কটাক্ষের মুখে শ্রাবন্তী… 

শার্লিনের অভিযোগ ছিল যে, বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্ত নাকি তাঁর আপত্তিজনক ছবি ও ভিডিয়ো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেই রাখির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন শার্লিন। সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া।

আরও পড়ুন- Jacqueline Fernandez: ‘সুকেশ আমার জীবনটা নরক করে দিয়েছিল’, বিস্ফোরক জ্যাকুলিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *