JP Nadda: ‘দিদি এত রাগ করো না…সংবিধান মেনে চলুন’, মুখ্যমন্ত্রীকে খোঁচা নাড্ডার – jp nadda attack mamata banerjee government over scam


West Bengal Local News একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ, অন্যদিকে মোদী সরকারের জয়গান। নদিয়ার বেথুয়াডহরির সভা থেকে এভাবেই বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। একধারে বর্তমান শাসকদলের আমলে কয়লা, গোরু পাচার থেকে আবাস যোজনা, মনরেগায়ও দুর্নীতি হয়েছেন বলে অভিযোগ করেন। মোদী সরকারের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, পূর্বতন দুর্নীতিগ্রস্থ সরকারকে সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে দেশ এখন এককালে পরাধীন করে রাখা ব্রিটিশদেরও পিছনে ফেলে এগিয়ে গিয়েছে । ভারত এখন বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনৈতিক দেশ।



নদিয়ার (Nadia) বেথুয়াডহরির সভা থেকে কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ তোলেন জেপি নাড্ডা (JP Nadda)। বলেন, ”সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাঠাচ্ছে মোদী সরকার আর সব খেয়ে উড়িয়ে দিচ্ছে এখানে। কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকা পাঠানো হচ্ছে আর এখানে খেয়ে উড়িয়ে দিচ্ছে। আর তদন্তের কথা বললেই ক্ষেপে উঠছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না তৃণমূল।” এখানেই শেষ নয়, শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, ”নিজেরা দুর্নীতি করবে তাতে কোনও লজ্জা নেই। তদন্তের কথা উঠলেই ক্ষেপে ওঠেন। নিজেরা চুরি করবে, দুর্নীতি করবে আবার নাকি তদন্তের কথা বললেই কেন্দ্র শত্রু। অর্থাৎ চুরিও করবে, গা জোয়ারিও করবে।” এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চোর ধরো, জলে ভরো কথা টেনে এনে তিনি বলেন,”একবার কমল অর্থাৎ পদ্ম ছাপে ভোট দিন। চোর ধরেও দেব, জলে ভরিয়েও দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *