শুক্রবার সকালে হুগলির বলাগড়ে তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বাড়িতে হানা দেয় ইডি। তাঁর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে। এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকাল দশটা নাগাদ চারটি গাড়িতে করে ১২ জন ইডি আধিকারিক আসেন । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী (CRPF)। জানা গিয়েছে, সেই সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় বাড়িতেই ছিলেন। আধিকারিকরা ভিতর ঢুকতেই বাড়ির চারদিকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ান । শেষ পাওয়া প্রতিবেদন অনুযায়ী এখনও চলছে তল্লাশি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছিলেন । সেই সূত্র ধরেই আজ সকালে নটা চল্লিশ মিনিট নাগাদ হুগলির বলাগড়ের তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষের বাড়িতে তদন্তে আসে ইডি ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল নটা চল্লিশ মিনিট নাগাদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তে আসে ইডি । জানা গিয়েছে, হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু কালো রঙের গাড়িটি যে ব্যবহার করেন সেটি বাড়ির পাশেই আম বাগানে রাখা রয়েছে। তার থেকেই অনুমান, তিনি বাড়ির ভেতরে রয়েছেন এবং তাকে প্রায় তিন ঘন্টা ধরে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
এদিন সকালেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) নিউটাউনের ফ্ল্যাটে হানা দেয় ইডি। দুটি দলে ভাগ হয়ে তৃণমূল নেতার চিনার পার্কের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের নামে লবড়সড় অভিযোগ করেন মানিক ভট্টাচার্যের (Tapas Mandal) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Manik Bhattacharya)। তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে (Trinamool Youth Leader Kuntal Ghosh) ১৯ কোটি টাকা তোলার অভিযোগ আনেন। কুন্তলকে নিজাম প্যালেসে ডেকে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
