Kolkata Municipal Corporation : পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাতে নতুন পরিকল্পনা – environment department committed to protecting wetlands of east kolkata


এই সময়: শহরের কিডনি বলে পরিচিত পূর্ব কলকাতা (Kolkata) জলাভূমি রক্ষায় উদ্যোগী পরিবেশ দপ্তর। এজন্য পুর, পঞ্চায়েত এবং রাজ্য পুলিশের সহযোগিতায় তৈরি করা হচ্ছে মাস্টার প্ল্যান। পরিকল্পনার মধ্যে রয়েছে, কেউ এই জলাভূমি নষ্ট করলে কীভাবে তা আটকানো হবে। মৎস্যচাষ এবং কৃষিকাজের জন্য একে আরও উর্বর করা সম্ভব কিনা, দেখা হবে সেটাও। এই জলাভূমির গুরুত্ব বোঝাতে স্কুলস্তর থেকেই শুরু হবে প্রচারমূলক কর্মসূচি। চলবে গবেষণা। মাটির দূষণ ঠেকাতে জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় কৃষকদের। এলাকায় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নেও পদক্ষেপ করা হবে।

Solar Tree In Kolkata : এবার পরিবেশবান্ধব সোলার ট্রি মহানগরে
পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া সোমবার বলেন, “পূর্ব কলকাতা জলাভূমিকে রক্ষা করতে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রার উন্নয়নে অফিসারদের পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সব দপ্তরের সাহায্য নিয়েই তা করা হচ্ছে।” সরকারি সূত্রে খবর, এজন্য প্রাথমিক ভাবে ৬৬ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। গত ১৫ বছরে পূর্ব কলকাতা জলাভূমি ভরাট, জমির চরিত্র পরিবর্তন, বেআইনি নির্মাণ-সহ ৩৫৯টি অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। তাই জলাভূমি বাঁচাতে CCTV ক্যামেরা, ওয়াচ টাওয়ার তৈরির পাশাপাশি আর কী কী করণীয় সে বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হবে।

Kolkata To Andaman Ship : কলকাতা-আন্দামান জাহাজ শুরু ৩১শে
পূর্ব কলকাতার জলাভূমিতে কী কী ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র অণুজীব রয়েছে, তা জানতে পরিবেশ দপ্তরের পক্ষ থেকে সমীক্ষা চালাচ্ছেন পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী। তিনি বলছেন, “শহরে উৎপাদিত তরল বর্জ্যের মধ্যে কলকাতার পুরসভার (Kolkata Municipal Corporation) পাঁচটি প্ল্যান্টে প্রতিদিন ১৭ কোটি ৯০ লক্ষ ২১ লিটার তরল বর্জ্য পরিশোধন হয়। সেখানে পূর্ব কলকাতা জলাভূমি প্রাকৃতিক উপায়ে রোজ কোনও খরচ ছাড়াই ৯১ কোটি লিটার তরল বর্জ্য শোধন করে। ফলে এই জলাভূমিকে বাঁচানো ভীষণ জরুরি।” শুধু অর্থ বরাদ্দ আর পরিকল্পনা করলেই হবে না। পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে, নইলে কাজের কাজ কিছুই হবে না, বক্তব্য পরিবেশকর্মী সুভাষ দত্তর।

West Bengal Weather Update : কুয়াশায় মোড়া কলকাতা, বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
একনজরে জলাভূমি :
১২,৫০০ হেক্টর জমি জুড়ে অবস্থান, ৫,২৫২.১৮ হেক্টর জলাভূমি

অবদান কী? ৬৫% কার্বন ডাই অক্সাইড শুষে নেয় মাটি ও জলের মাধ্যমে, মাছ ও সব্জি মিলিয়ে প্রায় ৫৫ হাজার মানুষের জীবিকা নির্ভরশীল, প্রাকৃতিক উপায়ে রোজ ৯১ কোটি লিটার তরল বর্জ্য শোধন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *