National Chorus Championship 2023 : মার্শাল আর্টেও বাংলার জয়জয়কার, ব্রোঞ্জ হুগলির ৩ কন্যার – hooghly three martial art player got bronze at national championship


West Bengal News : এবার মার্শাল আর্টেও বাংলার মেয়েদের জয়জয়কার। ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় হুগলির (Hooghly) তিন প্রতিযোগীর। তামান্না পাল (৫৭ কেজি বিভাগ), সৃজনা সরকার (৪৮ কেজি বিভাগ), অর্পিতা মণ্ডল (৬৩ কেজি বিভাগ) তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল জিতে নিয়েছেন। তাঁদের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। আগামী দিনে রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুতি চলবে বলে জানিয়েছেন তিন কন্যা।

Arnika Devi : উত্তর-পূর্ব থেকে প্রথমবার সেনায় পা, নজির গড়লেন মণিপুরের আরনিকা দেবী
১২ তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের ইনডোর হল শিব মন্দিরে। এটি মার্শাল আর্টের (Martial Art) একটি অংশ যার উৎপত্তি হয় উজবেকিস্তানে। মোট কুড়িটি রাজ্য এবং ছয়শোর অধিক প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকেও ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল সেই ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে। তারই মধ্যে মোট নয় জন প্রতিযোগী ছিল হুগলি জেলার। সেখান থেকেই বিভিন্ন স্তরে জয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করে বৈদ্যবাটির তিন কিশোরী। তামান্না পাল (৫৭ কেজি বিভাগ), সৃজনা সরকার (৪৮ কেজি বিভাগ), অর্পিতা মণ্ডল (৬৩ কেজি বিভাগ) তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল পায়।

Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে গুরুত্বপূর্ণ দায়িত্বে KLO লিংক ম্যানরা
গত ১৬ ই জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়। ১৮ ই জানুয়ারি কুরাসে তিনজন তৃতীয় স্থান অধিকার করে। তিন প্রতিযোগী বৈদ্যবাটির বাসিন্দা। আট দশ বছর ধরে কোচ প্রবীর কুমার সিনহার কাছে তিনজনই শিখেছে মার্শাল আর্ট। এর আগে বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতায় অংশ নেয় তামান্না, অর্পিতা, সৃজনারা। এবছর জুনিয়ার হয়েও তিন ছাত্রী সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করে। এর আগে ন্যাশনালে গোল্ড মেডেল এনেছে তাঁরা। তিনজনে তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগী সৃজন সরকার বলেন, “৬ বছর বয়স থেকে অনুশীলন করছি। এর আগে বহু রাজ্য স্তরের খেলায় মেডেল এসেছে। এবারেও ব্রোঞ্জ জিততে পেরে আমি খুশি।” পরবর্তীতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে বলে জানায় সে।

Chandannagar Children Film Festival : ‘দ্য লায়ন কিং’ থেকে ‘সোনার কেল্লা’, খুদেদের আনন্দ দিতে চন্দননগরে আয়োজিত শিশু চলচ্চিত্র উৎসব
জানা গিয়েছে, তামন্না পাল এবং সৃজনা সরকার বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৷ অর্পিতা মণ্ডল চারুশিলা বোস বালিকা বিদ্যালয়ে পাঠরত৷ তাঁরা সকলেই একাদশ শ্রেণির ছাত্রী ৷ গত ১০ বছর ধরে তাঁরা কোচ প্রবীর কুমার সিনহার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন৷ তাঁদের প্রতিভা এবং গত কয়েক বছরের সাফল্য দেখে ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে পাঠানো হয়৷ সেখানেও নিজেদের প্রমাণ করল এই তিন বাঙালি কিশোরী। তাঁদের সাফল্যে খুশি প্রত্যেকের পরিবার। আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য অর্জনের লক্ষ্যে এগোবে বলে জানিয়েছে তিন বঙ্গ কন্যা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *