Saraswati Puja 2023 : ক্যালেন্ডার বিভ্রাট! অকাল সরস্বতী বন্দনা হুগলির প্রাথমিক স্কুলে – saraswati puja is arranged at hooghly primary school before one day


Saraswati Puja : সকাল থেকেই শুরু তোড়জোড়। জোগাড় হয়েছে ফুল, চন্দন, প্রদীপ সহ সমস্ত উপকরণ। ভক্তি ভরে শুরু মা সরস্বতী বন্দনা (Saraswati Puja 2023)। এ দৃশ্য বৃহস্পতিবার সকালের হওয়ার কথা। হুগলির ধনিয়াখালির একটি স্কুলে তা দেখা গেল বুধবারই। হোম যজ্ঞ সহকারে বুধবারই পুজোর আয়োজন ধনিয়াখালির বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় (Bagnan Bhadrakali Primary School)। কিন্তু আজ কেন ? স্কুলের এক শিক্ষক অসিত সিং-এর সাফাই – স্কুলের ক্যালেন্ডারে নাকি আজকের তারিখে সরস্বতী পুজো চিহ্নিত করা আছে। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস থেকে যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে, তাতে নাকি আজকে পুজো হিসাবে চিহ্নিত রয়েছে। অবাক কাণ্ড হুগলির ধনিয়াখালিতে। স্কুলের ক্যালেন্ডারে নাকি আজ সরস্বতী পুজো।

Saraswati Pujo 2022 : সরস্বতী পুজোর দাবিতে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের, হাওড়ার ইংরেজি মাধ্যম স্কুলে ব্যাপক উত্তেজনা
তাই মহা ধুমধাম করে ধনিয়াখালির বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হল সরস্বতী পুজো। হোম যজ্ঞ সহকারে পুজোর শেষে ছাত্র ছাত্রীদের বিতরণ করা হল প্রসাদও। পঞ্জিকা মতে আগামী কাল সরস্বতী পুজো। সূক্ষভাবে ধরলে, ২৫ জানুয়ারি রাত ৬ টা বেজে ২০ মিনিট থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪ টে বেজে ৩৮ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। সেইমতো রাজ্যের সর্বত্র স্কুলগুলিতে বৃহস্পতিবার সরস্বতী পুজোর আয়োজন করা হবে। এমনকি রাজ্য সরকারের ছুটিও আগামীকাল, বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। তবে আজ স্কুলে কেন পুজো ? স্কুলের এক শিক্ষক অসিত সিং দিয়েছেন আজব সাফাই। তাঁর কথায়, স্কুলের ক্যালেন্ডারে নাকি আজই উল্লেখ আছে পুজোর।

Basant Panchami 2023: সরস্বতী পুজোর দিন ভুলেও এই কাজগুলো করতে নেই, না হলেই বিপদ
যদিও পরে তিনি বলেন, স্কুল পরিদর্শকের অনুমতি নিয়েই এই পুজোর আয়োজন করা হয়েছে। গত বছর থেকেই এভাবেই পুজো করা হয় স্কুলে। তিনি বলেন, “ আমরা বিষয়টি নিয়ে ডিআই সাহেবের সঙ্গেও কথা বলেছি। যেহেতু আজকেই সমস্ত আয়োজন করা হয়েছে, সে কারণে আজকেই পুজো করে নেওয়া হল। আগামী বছর থেকে আগে থেকে বিষয়টি খোঁজ নিয়ে পুজোর আয়োজন করার নির্দেশ দিয়েছে ডিআই।” যদিও এ বিষয়ে স্কুল পরিদর্শক গৌরব মিশ্র জানান তিনি কোনো অনুমতি দেননি। যদি দিতেন তাঁর আওতায় সমস্ত স্কুলেই পুজো হতো। তিনি আরও বলেন, “সরকারি নির্দেশকা এবং পুজোর দিনক্ষণ মেনেই পুজো হয় স্কুলে।” পুরো বিষয়টি নিয়ে শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আর এ নিয়ে স্কুলে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা। প্রধান শিক্ষককে ঘেরাও করেও বিক্ষোভ দেখান গ্রামবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *