Howrah News : নতুন বছরের শুরুতেই মিলল সুখবর, শুরু হচ্ছে কুলিয়া সেতুর কাজ – howrah kuliya bridge construction will be started at february month


West Bengal News : হাওড়া (Howrah) জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে কাজ শুরু হতে চলেছে মুন্ডেশ্বরী নদীর উপর কুলিয়া সেতুর (Kuliya Bridge)। নতুন বছর অবশেষে বাসিন্দাদের জন্য নিয়ে এল সুখবর। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কুলিয়া সেতুর (Kuliya Bridge) কাজ শুরু হবে। শনিবার বিকেলে বাগনান বামনদাস উচ্চ বিদ্যালয় মাঠে আমতা (Amta) কেন্দ্র তৃণমূল (Trinamool Congress) যুব কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে কুলিয়া সেতু নির্মানের কথা ঘোষণা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় (Minister Pulak Roy)। এদিন মন্ত্রী পুলক রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে কুলিয়া সেতুর জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে”। এদিন তিনি অভিযোগ করে বলেন, “৩৪ বছরের বাম রাজত্বকালে এই সেতুর শিল্যান্যাস হলেও কোনও কাজ হয়নি। দীপাঞ্চলের বাসিন্দাদের চাহিদা মেনে এলাকার বিধায়ক সুকান্ত পালের তৎপরতায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফেব্রয়ারি মাস থেকে কুলিয়া সেতুর কাজ শুরু হবে”।

Howrah News: ফের উত্তপ্ত হাওড়া, তৃণমূল নেতার বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডব! চলল গুলি
এদিন মন্ত্রী বলেন, “এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের যুব নেতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন”। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষকে সঙ্গে নিয়ে আমতা (Amta) বিধানসভার ১৮টি গ্রাম পঞ্চায়েত, ২টি পঞ্চায়েত সমিতি এবং ৪টি জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দখল করবে বলে দাবি করেন পুলক রায়। এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Howrah News : বিয়ের পর থেকেই অত্যাচার! গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ জগৎবল্লভপুরে, ধৃত স্বামী
উল্লেখ্য, বছর চারেক আগে হাওড়া জেলার সঙ্গে দীপাঞ্চল ভাটোরার যোগাযোগের জন্য হুড়হুড়া খালের উপর কুলিয়ায় বাঁশের সেতুর পরিবর্তে একটি পাকা সেতুর পরিকল্পনা করা হয়েছিল। সেই মতন সেতুর নকশা থেকে শুরু করে মাটি পরীক্ষা সব কাজ শেষ হয়েছিল। যদিও সেতুর লাগোয়া সহকারী রাস্তা তৈরির ক্ষেত্রে জমি পাওয়া নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। প্রাথমিকভাবে জমির মালিকরা জমি দিতে রাজি না হলেও অবশেষে তাঁরা জমি দিতে রাজি হন। আর তারপরেই প্রশাসনের পক্ষ থেকে জমি মালিকদের কাছ থেকে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়। রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, হুড়হুড়িয়া ও গাইঘাটা খাল দিয়ে পরিবেষ্ঠিত হাওড়া জেলার দীপাঞ্চল ভটোরায় প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে। একসময় নদী পারাপার হওয়ার জন্য নৌকাই একমাত্র ভরসা ছিল দীপাঞ্চলের মানুষদের কাছে। পরবর্তী সময়ে সমস্যা সমাধানে নদীর উপরে একটি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *