TMC : ‘ঘাড় ধরে বিতাড়িত করা হবে’! প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশ আধিকারিককে হুমকি তৃণমূল বিধায়কের – tmc mla arup chakraborty given threat to police officers from open meeting


West Bengal News : একমাসও গেল না, ফের বেলাগাম হলেন বাঁকুড়া (Bankura) জেলার তালডাংরার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। কোনও পুলিশ আধিকারিক যদি ডায়েরি না নেন, তাহলে ২৪ ঘন্টার মধ্যে সেই পুলিশ আধিকারিককে ‘ঘাড় ধরে বিতাড়িত করা হবে’ হুমকি দিলেন বাঁকুড়া (Bankura) জেলা তৃণমূলের অঘোষিত ‘সর্বময় কর্তা’, ‘দিদির দূত’ তালডাংরার বিধায়ক (TMC MLA)। শনিবার নিজের বিধানসভা এলাকার সিমলাপাল (Simlapal) ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচীতে যোগ দিতে গিয়ে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। একই সঙ্গে ওই সভায় তিনি হুঁশিয়ারী দিয়ে আরও বলেন, “কোনও সরকারী কর্মচারীর গাফিলতি বা দুর্নীতির জন্য যদি দল বদনাম হয়, তাহলে তা বরদাস্ত করা হবে না।

TMC : দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সভাপতির! ক্ষোভে পার্টি অফিসে তালা কর্মীদের, প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব
শাসকদলের এক বিধায়কের মুখে প্রশাসনিক আধিকারিক বিরোধী মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা মুখ না খুললেও এই ঘটনায় যে তাঁরা ক্ষুব্ধ বিষয়টি স্পষ্ট সকলের কাছেই। সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে পুলিশ আধিকারিকরা ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশও করেছেন। এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক বলেন, “অনেক সময়েই শোনা যায়, থানায় কোনও পুলিশ আধিকারিকের কাছে কোনও অভিযোগ দায়ের করতে গেলে সংশ্লিষ্ট আধিকারিক সেই অভিযোগ বা ডায়রি নিতে চান না। আমি পরিষ্কার বলে রাখছি, কোনও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে, তাহলে তিনি কোনও সময় পাবেন না। ২৪ ঘন্টার মধ্যে সেই পুলিশ আধিকারিককে ঘাড় ধরে বিতাড়িত করা হবে”।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিক্ষোভ, অভিযোগ শুনতে হল পানিহাটির তৃণমূল বিধায়ককে
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই আবাস বিতর্কে BDO-কে হুঁশিয়ারি দিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক (TMC MLA)। েক দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) বলেছিলেন, “দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে BDO-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে BDO-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।” এদিন বিধায়ক অরূপ চক্রবর্তী যখন প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্য করে ‘হুমকি’ বক্তব্য রাখছেন, তখন সভামঞ্চে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু, বর্ষীয়াণ তৃণমূল নেতা ও সিমলাপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রামানুজ সিংহ মহাপাত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *