Garia Ruby Metro : কবে চালু গড়িয়া-রুবি মেট্রো? রেলওয়ে সেফটি কমিশনারের পরিদর্শনের পরই সম্ভাব্য সময় জানাল কর্তৃপক্ষ – garia ruby metro may start from february says kolkata metro official after railway safety commissioner visit


বেহালা মেট্রোর পর এবার গড়াবে রুবি মেট্রোর (Garia Ruby Metro) চাকাও। সোমবারই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (Kolkata Metro Orange Line) পরিদর্শনে শহরে এসে পৌঁছন রেলওয়ে সেফটি কমিশনার (Railway Safety Commissioner) শুভময় মিত্র। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর এই রুটের ট্রায়াল রানে অংশগ্রহণ করেন তিনি। খতিয়ে দেখেন লাইন, ট্র্যাক, মেট্রোর সমস্ত সুযোগ সুবিধা। প্রতিটি স্টেশনও পরিদর্শন করেন তিনি। সমস্ত দিক খতিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেও খবর। কলকাতা মেট্রোর তরফে এরপরই আশ্বাস, সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই এই রুটে যাত্রীবাহী মেট্রো চলার সম্ভাবনা।

Kolkata Metro : মেট্রোর শাফটের শক্ত মাটির খোঁজ এসএন ব্যানার্জি রোডে
কী জানাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ?

কলকাতা মেট্রোর আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “এই মুহূর্তে আমরা সত্যজিৎ রায় স্টেশনে রয়েছি। রেলওয়ে সেফটি কমিশনার এই অরেঞ্জ লাইন পরিদর্শন করছে। তিনি সম্পূর্ণ রুটে ট্রায়াল রানে অংশ নিয়েছেন। আমরা সবরকমভাবে প্রস্তুত। উনি গ্রিন সিগন্যাল দিলেই আমরা মেট্রো চালাব। আশা করছি ফেব্রুয়ারি মাসেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো চালাতে পারব।” প্রসঙ্গত, নতুন বছরেই চালু হয়েছে বেহালা মেট্রো। শুরু হয়েছে জোকা-তারাতলা মেট্রো (Joka Taratala Metro)। আর এখানেই প্রশ্ন উঠছে প্রায় একই সময় ট্রায়াল রান হওয়া গড়িয়া-রুবি রুটে কবে শুরু হবে পরিষেবা? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, গড়িয়া-রুবি রুটের পাঁচটি স্টেশন সম্পূর্ণ প্রস্তুত। ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। এবার কেবল রেলওয়ে সেফটি কমিশনের তরফে ছাড়পত্র পাওয়ার পালা। পার্পেল লাইনের পর এবার অরেঞ্জ লাইনে কবে গড়াবে মেট্রোর চাকা, সেই অপেক্ষাতেই যাত্রীরা।

Garia Ruby Metro : বেহালার পর আরও এক নয়া রুট, কবে থেকে চালু গড়িয়া-রুবি মেট্রো?
গড়িয়া-রুবি মেট্রো

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টগামী (New Garia To Airport) মেট্রোর রুটের আংশিক ট্রায়াল রান আগেই হয়েছিল। তবে ট্রায়াল রানের শুরুতেই ঘটেছিল বিপত্তি। গড়িয়া থেকে রুবি পর্যন্ত পৌঁছনোর সময় বিকট আওয়াজ শোনা গিয়েছিল। থেমে গিয়েছিল ট্রেন। জানা যায় একটি যান্ত্রিক ত্রুটির জন্যই এই ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে ত্রুটি মুক্ত করে ফিরতি পথে ট্রায়াল সম্পন্ন করে মেট্রো। বর্তমানে তা সম্পূর্ণ প্রস্তুত বলে আশ্বস্ত করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শীর্ষ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “কলকাতা মেট্রোর গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ১৪.২৩ কিলোমিটার রুটে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।”

Garia Ruby Metro Trial Run : শুরুতেই বিপত্তি , গড়িয়া-রুবির ট্রায়াল রানে বিকট আওয়াজে থামল মেট্রো
তবে কেন ট্রায়াল রানে থেমে গিয়েছিল গড়িয়া-রুবি মেট্রোর (Garia Ruby Metro) ট্রায়াল রান? এই রুটে একটি নন এসি রেক চালানো হয়েছিল। ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিবেগে চলে রেকটি। যান্ত্রিক ত্রুটি প্রসঙ্গে মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক বলেছিলেন, “নিউ গড়িয়া থেকে রুবি আসার পথে একটি টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু, পরবর্তীতে সেটি ঠিক করে নেওয়া হয়েছে। এরকমটা হতেই থাকে। সব যান্ত্রিক ত্রুটি মুক্ত করে তবেই যাত্রীদের জন্য এই রুটে মেট্রো চালানো হবে।” মেট্রো সূত্রে খবর, ৫.৪ কিলোমিটার এই রুটের ট্রায়াল রান সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় এক ঘণ্টা। একেবারেই স্মুথ ছিল না এই ট্রায়াল রান। তবে বর্তমানে আর তেমন কোনও সমস্যা নেই বলেই জানাচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *