Picnic Food : নদীর ধারে পিকনিকের আয়োজন তৃণমূল কাউন্সিলরের, খাবার খেয়ে অসুস্থ শতাধিক – more than hundred people felt ill after intaking food in purba medinipur picnic


West Bengal Local News: পূর্ব মেদিনীপুরের খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ শতাধিক। এই ঘটনায় তমলুক পুরসভা (Tamluk Municipality) এলাকার ৮ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর (Trinamool Councillor) সৌমেন চক্রবর্তীর উদ্যোগে রবিবার এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল ওয়ার্ডের বাসিন্দাদের জন্য। সেই পিকনিকের খাবার খেয়েই এদিন অনেকে অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার সকালবেলায় রূপনারায়ণ নদীর ধারে এই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রথমে সুষ্ঠভাবে অনুষ্ঠান মিটলেও রাত থেকে পিকনিক অংশগ্রহণকারী অনেকের অসুস্থ হয়ে যাওয়ার খবর সামনে আসতে থাকে। বহু মানুষেরই পেটের সমস্যা দেখা দেয়। এই কারণে তমলুক পুরসভার পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে। অসুস্থদের মধ্যে দুই একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার এলাকায় যান তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।

Partha Bhowmick : ‘উনিও তখন সরকারের মন্ত্রী ছিলেন’, দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে খোঁচা পার্থর
পিকনিকে অংশগ্রহণকারী যুবক প্রণব পাল বলেন, ‘আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের তরফে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে আমি খেতে গিয়েছিলাম। গোটা ওয়ার্ডের সবাই সেখানে আমন্ত্রিত ছিল। সেখান থেকে আরও একটি বিয়েবাড়িতে খেতে গিয়েছিলাম। আমার স্যালাইন চলছে। বাকি কারও স্যালাইন চলছে বলে মনে হয় না। এখন আগের তুলনায় ভালো আছি।’

Arjun Singh : ‘… ভাটপাড়ায় গুন্ডারাজ শেষ করার দায়িত্ব আমাদের’, মন্তব্য অর্জুনের
তমলুক নগরমণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সোমা দে এই প্রসঙ্গে বলেন, ‘রবিবার আমাদের ওয়ার্ডের তৃণমূল কাউন্সলিরের পক্ষ থেকে নদীর ধারে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য শিবির খুলে পরীক্ষা চলছে।’

Howrah News : হাওড়ার মেলাতে ভয়ঙ্কর কাণ্ড! জাম্পিং জোন বসানোর সময় মর্মান্তিক পরিণতি যুবকের
এই প্রসঙ্গে তমলুক পুরসভার চেয়ারম্যান (Tamluk Municipality Chairman) দীপেন্দ্র নারয়ণ রায় বলেন, ‘আমাদের ওয়ার্ডের কিছু বাচ্চা ও মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছেন। যে কোনও কারণেই সেটা হতে পারে। ইতিমধ্যেই মল-মূত্র পরীক্ষা (Urine Test) করতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক কী কারণে এমনটা হল তা তদন্ত করে দেখা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে আমার মনে হয় না, কারণ সেরকম হলে আরও বেশি মানুষ অসুস্থ হতেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *