এক হাজার হ্যাঁ-নায়ের বন্যা পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে সিড-কিয়ারা (Sidharth-Kiara Wedding)। আর তাঁদের ডেস্টিনেশন বিয়ের লোকেশন ফের একবার রাজকীয় রাজস্থান। সোনালি জয়সালমেরের প্রেক্ষাপটে সাত পাকে বাঁধা পড়বেন সিড কিয়ারা। আর তাঁদের বিয়ের ভেন্যু কোনটি জানেন?