Pradhan Mantri Awas Yojana : মালদায় ঘর পেতে ৫০ হাজারের দাবি! টাকা না দেওয়ায় যুবককে মারধর – malda youth beaten by trinamool congress leader for not giving cut money for pm awas yojana scheme


West Bengal Local News: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোথাও টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া কোথাও আবার বেনিয়মের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই আবাস যোজনার দুর্নীতির তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে ৫০ হাজার টাকা কাটমানি। টাকা দিতে অস্বীকার করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার তেঁতুল মোরা এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী পিন্টু রায়ের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন বিপ্লব ব্যাপারী নামে আক্রান্ত ব্যক্তি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

NREGA : কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ, গ্রামবাসীদের ক্ষোভ মালদায়
মালদার বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তেঁতুল মোরা এলাকার বাসিন্দ র্মিলা ব্যাপারী নামে এক বৃদ্ধার আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। অভিযোগকারী ওই মহিলার ছেলে। তাঁর দাবি বিষয়টি পঞ্চায়েত প্রধানের স্বামী তাঁকে ফোন করে জানান। তাঁর সঙ্গে দেখা করার পর ৫০ হাজার টাকা দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী। সেই টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয় বিপ্লব ব্যাপারী নামে এই অভিযোগকারীকে। এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুনরায় বিপ্লব ব্যাপারীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্লব। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

Paschim Medinipur News : চেম্বারে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা! ভিডিয়ো ভাইরাল হতে ‘দিদির দূত’-দের দুষলেন হীরালাল
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মদনাবতী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পিন্টু রায়। তিনি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ‘উপপ্রধানের কাছে ফর্ম জমা দেওয়া হয়েছিল। ৫০ হাজার টাকা আমি নিয়েছে বলে যদি ওঁদের কাছে কোনও প্রমাণ, নথি বা রেকর্ডিং থাকে, তবে ওরা সেটা দেখা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ এই প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, ‘দল কাউকে টাকা তোলার বা মারধর করার অনুমতি দেয়নি। অভিযোগ হয়েছে। পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।’ অন্যদিকে এই নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ‘জেলা জুড়ে এই ভাবে কাটমানি নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে মারধোর করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ হয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *