Nadia News : ‘জামা আজকেই চাই…’, পোশাক নিয়ে জেদের জেরে চরম সিদ্ধান্ত যুবতীর – nadia girl died due to clash with her mother


West Bengal News : ‘আমার জামা আজকেই চাই…’ আবদার করেছিল মেয়ে। সামান্য একটি পোশাক নিয়ে মেয়েকে বকাবকি করে মা। তাতেই চরম সিদ্ধান্ত নিল এক যুবতী। ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবতী বলে অভিযোগ। মর্মান্তিক ঘটনা নদিয়া (Nadia) জেলার শান্তিপুরে (Shantipur)। মৃত যুবতীর নাম বৃষ্টি দাস (১৮)। পরিবারের লোকজন দরজা ভেঙে ঘর থেকে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসিখুশি মেয়ের এরম চরম পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার। শোকে বিহ্বল গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার শান্তিপুরে শনিবার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক যুবতী। জানা গিয়েছে, মৃত যুবতীর বাড়ি শান্তিপুর ১০ নম্বর ওয়ার্ডের তালদিঘিপাড়া লেনে। পরিবারের কাছ থেকে জানা যায়, আজ সকালে ওই যুবতীর জামাকাপড় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরে কারোর সঙ্গে কোনও কথা না বলেই ঘরে চলে যায় ওই যুবতী।

Nadia News : সরস্বতী পুজোর বিসর্জনে গণ্ডগোল, বেঘোরে প্রাণ গেল ভ্যানচালকের
নিত্যদিন এই সময় নিজের ঘরে পুজোপাঠ করত ওই যুবতী। প্রথমদিকে তাই কারও সন্দেহ হয়নি। ঘরের দরজা ছিল বন্ধ। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও ওই যুবতী ঘরের দরজা না খুললে সন্দেহ হয় পরিবারের। বেশ কিছুক্ষণ পর ওই যুবতীর ভাই ডাকাডাকি করলে যুবতী সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর শাবল দিয়ে ঘরের দরজা ভাঙে যুবতীর ভাই। ঘরের ভেতরে ঢুকে দেখে ওই যুবতী ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন যুবতীকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে (Shantipur Hospital)। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বৃষ্টিকে।

Delhi Police In Shantipur : শান্তিপুরে হঠাৎই দিল্লি পুলিশের হানা! একাধিক মানুষকে থানায় তলব, চাঞ্চল্য
যুবতীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। পরিবারের দাবি, আজ সকালেই মায়ের সঙ্গে জামাকাপড় নিয়ে কথা কাটাকাটি হয়। সামান্য বিষয়ে যুবতী যে নিজে থেকে আত্মঘাতী হবে কখনও বুঝতে পারিনি পরিবার। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যুবতীর বাবা গোপাল দাস বলেন, “সামান্য একটা কথা কাটাকাটি থেকে এরকম ঘটনা ঘটিয়ে ফেলল। ভাবতেও পারিনি এরকম করে বসবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *