এই ঘটনায় জয়প্রকাশ রাম বছর তিরিশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। আজ অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর মহাকুমা আদালতে। অভিযুক্তর বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে তথ্য বের করার চেষ্টা করবে পুলিশ।
গোটা ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত নিউ কলোনী এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। কিন্তু জনবহুল এলাকায় এরকম ঘটনা ঘটায় যথেষ্ট চিন্তিত তারা। এই খুনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রিম্পা মণ্ডল বলেন, ‘কাল সকালবেলা জানা গেল যে ওখানে একজনের মৃতদেহ পড়ে রয়েছে। একজন মহিলার মৃতদেহ ছিল। আমাদের বাড়ির খুবই কাছে এই ঘটনায় ঘটায় আমরা আতঙ্কিত রয়েছি। আগেও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমরা চাই যে প্রশাসন জঙ্গল কেটে এলাকা পরিষ্কার করুন। নইলে আগামী দিনে আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে।’ আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওই জঙ্গলের পাশ দিয়ে আমাদের বাড়ির লোকেরা যাতায়াত করে। বাড়ির বাচ্চারা স্কুলে পড়তে যায়। এই কথা শুনে আমাদের ভীষণই ভয় লাগছে। প্রশাসনের তরেফে পুলিশি টহলদারির ব্যবস্থা করা হোক।’
স্থানীয় বাসিন্দা জয়ন্তী মণ্ডল বলেন, ‘আমি শুনলাম কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ সেখানে পড়ে রয়েছে। কয়েকজন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। সে স্থানীয় বাসিন্দা কিনা, সেটাও আমরা জানি না। খবর পেয়ে পুলিশ এসেছিল বলে শুনেছি। আমার খুবই ভয় পেয়েছি। ৩০ বছর ধরে এখানে রয়েছি, কোনওদিন এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। এখন যদিও হঠাৎ করে একজনের কাটা দেহ উদ্ধার হয়, ভয় লাগাটাই স্বাভাবিক।’