Bollywood Actress : সিনেমা শেষ হলেও এই তিনের বন্ধুত্ব যেমন শেষ হল না, তেমনই শুরু হল সিদ্ধার্থ আলিয়ার প্রেম পর্ব। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। দু’জনেই এগিয়ে গিয়েছেন জীবনের পথে। বাকিটা তো ইতিহাস। তবে নিন্দুকেরা অবশ্য বলেন, আলিয়াকে কখনওই ভুলতে পারেননি সিদ্ধার্থ, আর তাই আলিয়ার সঙ্গেই আবার প্রেম করে বসলেন। যদিও এই আলিয়াকে দুনিয়া কিয়ারার নামেই চেনে। সে সব গুঞ্জন না হয় বাদ দিলাম। সব শেষে বন্ধুত্বেরই জয় হয়। আর তাই তো রণবীর না এলেও সিদ্ধার্থ কিয়ারার বিয়েতে প্রিয় বন্ধু আয়ান এবং শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে হাজির হলেন আলিয়া ভাট।