পাথরের ট্রাক থেকে দিনে সাড়ে তিন কোটি টাকা করে তোলাবাজির অভিযোগে বীরভূমে দায়ের মামলা বিচারের জন্যে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিল সিঙ্গল বেঞ্চ।
হাইলাইটস
- বীরভূমে জাল চালান দিয়ে পাথরের ট্রাক থেকে দিনে সাড়ে তিন কোটি টাকা করে তোলাবাজির অভিযোগে দায়ের মামলা বৃহত্তর পরিসরে বিচারের জন্যে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিল সিঙ্গল বেঞ্চ।
- সোমবার দুপুরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারীরা দ্রুত শুনানির আবেদন করেন।
- আদালত জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চ থেকে মামলার নথিপত্র এসে গেলেই শুনানি হবে এই মামলার।
বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এ দিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ওই জনস্বার্থ মামলার প্রসঙ্গ তোলেন। তাঁর আবেদন, যেহেতু একই ইস্যুতে মামলা, তাই সিঙ্গল বেঞ্চে দায়ের পৃথক মামলা প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দেওয়া হোক। এ দিন বিচারপতি মান্থার এজলাসে অন্য একটি মামলারও আবেদন করা হয়। অভিযোগ, বীরভূমে জেলা পরিবহণ দপ্তর পাথরের ওজন মাপতে না দেওয়ার অভিযোগে এক ট্রাক মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। সেই টাকাও নগদে মেটানোর দাবি করা হয়েছে। শুধু এক জন নয়, সেখানে এই ভাবে রোজ শ’য়ে শ’য়ে ট্রাক থেকে বেআইনি ভাবে তোলা আদায় হচ্ছে বলে অভিযোগ। বিচারপতি মান্থা দু’টি মামলাই ‘গুরুতর অভিযোগ’ উল্লেখ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ