বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর ২টোয় আজ রাজ্য বাজেট পেশ করতে চলেছেন। তার আগে দুপুর ১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।

হাইলাইটস
- বিধানসভায় আজ বুধবার রাজ্য বাজেট পেশ হতে চলেছে।
- অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর ২টোয় বাজেট পেশ করবেন।
- তার আগে বিধানসভায় দুপুর ১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে।
সেই কারণে এই বাজেটে জনমুখী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেতে পারে বলে তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছেন। মন্ত্রিসভার বৈঠকের আগে আজই রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিধানসভার বিরোধী দলনেতার উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
