Chiranjit On CV Anand Bose : ‘ধনখড় গেম ইজ স্টার্টেড…’, রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত – trinamool mla chiranjit chakraborty open mouth on governor cv anand bose


বাংলার রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকে সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সু-সম্পর্ক’ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। কিন্তু, সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পর রাজ্যে সন্ত্রাস ও অবাধ পঞ্চায়েত ভোট নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজভবন। মুখ্যমন্ত্রীর ‘নেক নজরে’ থাকা আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে প্রধান সচিব পদ থেক তদ্বির করার পর প্রশ্ন উঠতে শুরু করেছে রাজভবন-নবান্ন সুসম্পর্ক কী এখনও আগের মতোই রয়েছে?

রাজ্য-রাজ্যপাল সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে রাজ্যপাল ইস্যুতে মুখ খুলে কার্যত বোমা ফাটালেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীর ধনখড় প্রসঙ্গ টেনে তৃণমূল বিধায়ক বলেন “ধনখড় গেম ইজ স্টার্টেড! উনিধনকড়ের পথেই যাচ্ছেন।” তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Nandini Chakraborty IAS : রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী কি সরছেন ?
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা বারাসত-আমডাঙা এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যপাল এবার ধনখড়ের পথেই হাঁটছেন। ধনখড়ে পথে হাঁটলে উনি বাংলার রাজ্যপাল হিসেবে থেকে যাবেন। আমি বলেছিলাম আগেই, কেন্দ্রের কথা না শুনলে উনি রাজ্যপাল হিসেবে পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারবেন না।”

তৃণমূলের এই অভিনেতা-বিধায়ক আরও বলেন, “শুধুমাত্র সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার পর এই বদল হয়নি, মাঝে একবরা উনি দিল্লিতেও গিয়েছিলেন। একজন সুস্থ, সুন্দর মানুষ যেভাবে বাস্তবসম্মত পথে যাচ্ছিলেন, নিয়মমাফিক কাজ করতে চাইছিলেন, তাঁকে বাধা দেওয়া হল বলেই আমার মনে হচ্ছে।”

West Bengal Governor : সুকান্ত সাক্ষাতের পরই কড়া বার্তা রাজ্যপালের
বৃহস্পতিবার রাতে বারাসতের জগদিঘাটা কাজীপাড়ায় এক ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক। তিনি আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী ইস্যুতেও মুখ খুলেছেন। তিনি বলেন, “উনি তো ওদের কথা মেনে নিচ্ছেন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল রাজভবন থেকে। অর্থ‍্যাৎ আমার কথায় হুবহু মিলে গেল”

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের বিধানসভা কেন্দ্র বারাসতে এক সরকারি কর্মসূচিতে এসে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শাসকদলের এই তারকা বিধায়ক। চিরঞ্জিত বলেন,”এই রাজ‍্যপাল একজন পারফেক্ট এবং নিরপেক্ষ মানুষ। তিনি যেভাবে সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তাতে তাঁক রাজ‍্যপালের মেয়াদ কমিয়ে আনা হতে পারে। বেশিদিন রাজ‍্যপাল হিসেবে এখানে টিকতে দেবে না কেন্দ্র।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *