Abhishek Banerjee : ‘সবে তো ৩৫, আগামী ৫-১০ বছরে…’, কোন স্বপ্নপূরণের ইঙ্গিত দিলেন অভিষেক? – abhishek banerjee interview on his political goals of future


অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার রাজনীতির গণ্ডি পেরিয়ে বর্তমানে জাতীয় রাজনীতিতেও এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো হিসেবে পরিচিতি লাভ করলেও অভিষেক এখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ত্রিপুরা, মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ব্যাটন তাঁর হাতেই। সেই অভিষেকের আগামী পাঁচ কিংবা ১০ বছরের রাজনৈতিক গোল কী? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি আগামীদিনে তাঁর মুখ্যমন্ত্রীর কুর্সিতেই বসবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অকপট জবাব দিলেন তৃণমূল সাংসদ।

Abhishek Banerjee Interview : মমতা প্রধানমন্ত্রী হলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি? স্পষ্ট জবাব অভিষেকের

অভিষেকের অধরা স্বপ্ন কী?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনের নানা অজানা তথ্য প্রকাশ্যে আনলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, দলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের জীবনে কী কোনও অধরা স্বপ্ন রয়েছে? জবাবে অভিষেক বলেন, “আমি তো সবে ৩৫। এত কম বয়সে অপূর্ণ স্বপ্ন থাকবে কেন! বলা তো যায় না, আগামী পাঁত কিংবা ১০ বছরে সেই স্বপ্নই পূরণ হয়ে যাবে।” আর এখানেই রাজনৈতিক কারবারিদের একাংশের অনুমান, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর লড়াইয়ে গেলে তাঁর জায়গায় আসবেন বাংলার ‘যুবরাজ’?

Abhishek Banerjee : ‘নিজের কেন্দ্রেই হারবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী’, দাবি অভিষেকের

মুখ্যমন্ত্রী হবেন অভিষেক?

এই জল্পনার উত্তরে অবশ্য স্পষ্ট উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Interview)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার কোনও শখ আমার নেই। আমি একজন পার্টি কর্মী। সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই। আমি সংগঠনের মানুষ। সংগঠনেই খুব খুশী। দিদি আগামীদিনে বড় ভূমিকা পালন করুক এটাই চাই। তার মানে এটা নয় যে আমি মুখ্যমন্ত্রী হতে চাই। চার-পাঁচ বছরের মধ্যে বাংলার পাশাপাশি অসম, মেঘালয়, ত্রিপুরা, গোয়ার মতো অন্য রাজ্যেও তৃণমূল এভাবেই শক্তিশালী হোক। তাই সংগঠনের জন্য কাজ করতে চাই।”

তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীদের মধ্যে অনেকেই অবশ্য প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আগামীদিনে বাংলার কুর্সির যোগ্য দাবিদার হিসেবে উল্লেখ করেছেন। যদিও সেই বিষয়টি সাফ নাকচ করে দিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে যোগ্যতম। তাই বলে এটা তো নয় তাঁর জায়গায় আমি মুখ্যমন্ত্রী হব!”

Abhishek Banerjee : ‘মেঘালয়ের শাসকদলকে উপযুক্ত শাস্তি দিতে হবে’, দাবি অভিষেকের
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বঙ্গ সফরে এলেই তাঁদের রাজনৈতিক জনসভা থেকে বারবার টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অধিকাংশ সময়ই দুর্নীতি ইস্যুতে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন। অভিষের বন্দ্যোপাধ্যায় নিজেও সে কথা উল্লেখ করে জানিয়েছেন, বারবার তাঁকে রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ করেন মোদী-শাহ। তবে দুর্নীতি ইস্যুতে তাঁর সাফ বক্তব্য, “একটা দুর্নীতিও প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠতেও প্রস্তুত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *