ওয়েব দুনিয়ায় আসতে চলেছে ‘শ্বেতকালী’ (Shwetkali)। দেবলীনা কুমারকে (Devlina Kumar) দেখা যাবে এই সিরিজে অভিনয় করতে। শ্বেতকালী নিয়ে খোলামেলা আড্ডায় দেবলীনা কুমার। তিনি জানান, ‘আবার খলনায়িকা হতে চাই’। মনের কথা জানালেন দেবলীনা। তিনি কুসংস্কারে বিশ্বাসী, দেবলীনা নিজেই জানালেন এই কথা। আর কী কী সিক্রেট ফাঁস করলেন তিনি? জানতে দেখুন ভিডিয়ো।