বিয়ের বয়স ২৩ পেরিয়েছে, তবে এখনও মাখোমাখো প্রেম মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) আর ডাক্তার শ্রীরাম নেনের (Shriram Madhav Nene)। সম্প্রতি স্বামীর সঙ্গে একটি রোম্যান্টিক ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে মাধুরীকে। আসলে ১২ ফেব্রুয়ারি বরের জন্মদিন আর ওই দিনই একটা ভিডিয়ো শেয়ার করেছেন মাধুরী। বরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্য়াপশনে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত করছেন তিনি।