Kolkata Metro : রবীন্দ্র সদনে মেট্রোয় ধোঁয়া! অফিস টাইমে পাতালে তীব্র আতঙ্ক – smog broke out from metro railway reck in rabindra sadan metro station while going towards new garia


কলকাতা মেট্রোয় ফের আগুন আতঙ্ক। দক্ষিণশ্বের থেকে নিউ গড়িয়গামী মেট্রোয় শুক্রবার আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর রেক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এই ঘটনায় মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মেট্রো থেকে যাত্রীদের বাইরে বের করে আনা হয়।

এদিন ১২টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। যাত্রীদেরকে বাইরে বের করে আনা হয়। নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্র সদনে ঢোকার সময় রেক থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীরা আতঙ্ক নিয়েই মেট্রোর রেকে অপেক্ষা করছিলেন। পরবর্তী সময়ে তাঁদের বাইরে বের করে আনা হয়।

New Garia Ruby Metro : গড়িয়া-রুবি মেট্রো চালু নিয়ে জট? মুখ খুলল কর্তৃপক্ষ
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ওই রেকটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের নিউ গড়িয়া অবধি পৌঁছে দেওয়ার জন্য নতুন রেক নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে ওই রেক থেকে ধোঁয়া বের হল, তা এখনও জানতে পারা যায়নি।

জানা গিয়েছে, দক্ষিণশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্র সদনে ঢোকার পর যাত্রীরা ধোঁয়া বের হতে দেখেন। স্বাভাবিকভাবে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। মেট্রো স্টেশনে উপস্থিত কর্মীদের খবর দেওয়া হয়।

Howrah Amta Local: বড়সড় দুর্ঘটনার মুখে হাওড়া-আমতা লোকাল, ট্রেন বেলাইন হয়ে জখম একাধিক
এই প্রসঙ্গে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই সময় ডিজিটাল ফোনে বলেন, “এটা এমন কোনও বড় ঘটনা নয়। সামন্য ধোঁয়া বের হচ্ছিল। কোনও ঝুঁকি না নিয়ে যাত্রীদের বের করে আনা হয়েছে। যাত্রীদের অসুরক্ষিত থাকার কোনও প্রশ্ন নেই। কেন ধোঁয়া বের হল তা খতিয়ে দেখতে হবে। সম্ভবত কোনও প্রযুক্তিগত ত্রুটি থেকেই এই ঘটনা ঘটেছে।”

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আশায় রয়েছে শহরবাসী। রেলওয়ে সেফটি কমিশনার সম্প্রতি এই রুট পরিদর্শন করেছিলেন। অবশেষে এই নিয়ে মুখ খুলল মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন আপাতত চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই। গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো স্টেশনগুলিতে কত ভাড়া নেওয়া হবে, সেই নিয়ে কোনও তথ্য না থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ে কোনও গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *