West Bengal Governor : ‘রাজ্যপাল চুপ করে থাকবে না…’, নিশীথের কনভয়ে হামলা নিয়ে কড়া বিবৃতি রাজভবনের – west bengal governor c v ananda bose gives strong reaction on nisith pramanik attack case


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে কনভয়ের উপর হামলার (Nisith Pramanik Attack) ঘটনায় এবার কড়া বিবৃতি জারি করল রাজভবন। রবিবার মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সূত্রের খবর, তারপরই রাজ্যপালের তরফে এই মর্মে কঠোর অবস্থান গ্রহণ করার কথা জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির পাশাপাশি কোনওরকম নৈরজ্য বরদাস্ত হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যপাল।

CV Anand Bose : ‘জীবন ও প্র্রকৃতি সব থেকে বড় শিক্ষক’, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মন্তব্য রাজ্যপালের

কী বার্তা রাজ্যপালের?

রাজভবন সূত্রে খবর, এদিন রাজ্যের কাছে গোটা ঘটনা প্রসঙ্গে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশপাশি তাঁর বক্তব্য, “আইনশৃঙ্খলার অবণতি হলে রাজভবন চুপ থাকবে না। কোনও নৈরাজ্য এ রাজ্যে বরদাস্ত করা হবে না। সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলার মতো একটি সংস্কৃতিবান এবং ঐতিহ্যপূর্ণ রাজ্যে অগণতান্ত্রিক কার্যকলাপ কখনই কাম্য নয়। আমি মন্ত্রী নিশীথ প্রামাণিকের থেকে সবটা বিস্তারিত শুনেছি। গোটা ঘটনায় আমি শকড! কোনওভাবেই বাংলায় আইন শৃঙ্খলার অবণতি হতে দেওয়া যাবে না। শক্ত হাতে এর মোকাবিলা করা হবে।”

Governor CV Ananda Bose:বাংলার কৃষকদের অবস্থা কেমন ? হঠাৎ গ্রামে ‘সারপ্রাইজ’ ভিজিট রাজ্যপালের
একইসঙ্গে রাজ্যপাল বলেন, “ভয় এবং পক্ষপাতদুষ্ট না হতে পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সময় উপযোগী যথাযথ ব্যবস্থা নেবে রাজভবন। কারণ সভ্য সমাজে হিংসার কোনও স্থান নেই। নির্মমভাবে হিংসা উপড়ে ফেলা হবে।”

রাজভবনের বিবৃতি
সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) আরও বলেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রতিবাদ করা যায় কিন্তু, কেউ আইন হাতে তুলে নিতে পারেন না।”

Nisith Pramanik : ‘প্রাণে মারার চেষ্টা হয়েছিল, রাজবংশী ছেলে বলে প্রতিশোধ?’ আবেগ উসকে প্রশ্ন নিশীথের

নিশীথের কনভয়ে হামলা

উল্লেখ্য, শনিবার কোচবিহারের দিনহাটার বাসন্তীতে আক্রমণের মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামণিক (Nisith Pramanik)। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নিশীথ। তিনি বলেন, “তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের বাধা দেয়নি। পুলিশ প্রশাসন ব্যারিকেড করে আমাদের বাধা দিয়েছে। রাস্তার মাঝাখানে পুলিশ ব্যারিকেড করে আমার পথ আটকায়। তারপরই তৃণমূলের দুষ্কৃতীরা পাথর ছোড়ে, বোমা মারে এমনকী গুলিও চালানো হয়। এই ঘটনা চলতে থাকলে বাংলার মানুষ আতঙ্কিত হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *