Fire Incident : গভীর রাতে ভয়াবহ আগুন ভাটপাড়ার জুট মিলে, ষড়যন্ত্রের অভিযোগ – devastating fire incident at bhatpara reliance jute mill


West Bengal News : নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার। সোমবার গভীর রাতে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের ফিনিসিং বিভাগে আবার ভয়াবহ আগুন লাগল। জানা গিয়েছে, দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও সংবাদ মাধ্যমকে মিলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে আগুন লাগার কারণ নিয়ে সঠিক তথ্য এখনও জানা যায়নি। মিলের শ্রমিকরা জানান, তাঁরা শুনেছেন মিলে আগুন লেগেছে। এর বাইরে কিছু জানেন না।

Purulia Fire Incident : পুরুলিয়ায় পুলিশের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি নষ্টের সম্ভাবনা
অন্যদিকে ভাটপাড়া টাউন ২ তৃণমূলের সাধারণ সম্পাদক মন্নু সাউ বলেন, “মিল মালিক মাঝেমধ্যেই এরকম আগুন লাগানোর ষড়যন্ত্র করে। শ্রমিকদের টাকা দেয় না। কিন্তু সরকারের কাছ থেকে আগুন লাগানোর ছবি দেখিয়ে টাকা তুলে নেয় মিল কর্তৃপক্ষ। বছরে ৩-৪ বার মিলে আগুন লাগানোর ঘটনা ঘটে।”

কি কারণে এমন ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে কোনও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। যে জায়গায় এই জুট মিল অবস্থিত, সেই এলাকাটি ভীষণ সংকীর্ণ ও ঘিঞ্জি। চারিদিকে জালের মতন ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার।

Asansol Fire : আসানসোলে কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
দমকলের অনেকগুলি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালালেও তাঁদের রীতিমত বেগ পেতে হয়। এই বিষয়ে কাঁকিনাড়া স্টেশন অফিসার সাংবাদিকদের জানান, “আমাদের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রনে করা গিয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, কিন্তু এখনই বিশদে বলার সময় আসেনি।”

তিনি আরও বলেন, “ক্ষয়ক্ষতি প্রচুর হলেও, কারোর আহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই।” জুট মিলের এক কর্মচারী জানান, “এই জুট মিলে মাঝে মধ্যে আগুন লাগলেও সেটা এত ভয়ঙ্কর ভাবে লাগে না। কর্মীরাই সেই আগুন আয়ত্তের মধ্যে আনেন। কিন্তু এবারের আগুন এত ভয়াবহ দেখেই দমকলকে খবর দেওয়া হয়। তিনটে ডিপার্টমেন্ট পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।”

Bardhaman Medical College : বর্ধমান মেডিক্যাল কলেজের স্টাফ কোয়ার্টারের পাশেই আগুন, আতঙ্ক এলাকায়
তবে বারবার কেন এই আগুন? এই প্রশ্নের উত্তরে মিল কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিক সবাই মুখে কুলুপ এঁটেছেন। সবার একই উত্তর, কেউ কিছুই জানেন না। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বললেও সঠিক কি কারনে মিলে আগুন লাগল, সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে দমকল ও পুলিশ আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *