Nadia News : ব্যাগে নিয়ে যাওয়া হচ্ছিল লাখ লাখ টাকা, নদিয়া থেকে গ্রেফতার ১ – bhimpur police arrested one person for carrying unaccounted 10 lakh cash


West Bengal News : প্রচুর পরিমাণে নগদ অর্থ সহ নদিয়া থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম আবু জাহিদ মণ্ডল। হিসাব বহির্ভূত টাকার সঠিক নথি দেখতে না পারার কারণেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নদিয়ার ভীমপুর থানায় নাকা চেকিংয়ের সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

টাকার উৎসের সন্ধান করছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার সামনে। এদিন থানার সামনে পুলিশের নাকা চেকিং চলছিল। পুলিশ সূত্রে খবর, ভীমপুর থানার সামনে নাকা চেকিং চালানোর সময় একটি মোটর সাইকেলকে আটকানো হয়।

South 24 Parganas Latest News : মাঝরাতে দুষ্কৃতী ডেরায় হানা পুলিশের, গ্রেফতার বিপুল অস্ত্রসহ ২
বাইকে করে ওই ব্যক্তি কৃষ্ণগরের দিকে যাচ্ছিল। ধৃত ব্যক্তিকে তল্লাশির সময় চক্ষু চড়ক গাছ পুলিশের। প্যাকেট ভর্তি প্রচুর নগদ অর্থ নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এত টাকা কোথা থেকে এল? তার কোনও সঠিক নথি ওই ব্যক্তি দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর।

এরপর ধৃত ব্যক্তিকে ভীমপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোনও বৈধ কাগজ না থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা গোনার পর দেখা যায় মোট ১০ লাখ আশি হাজার টাকা রয়েছে।

Money Recovery: এবার হাওড়ায় যখের ধন, শহর থেকে ফের উদ্ধার লাখ লাখ টাকা
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আবু জাহিদ মণ্ডল। ধৃত ব্যক্তির বাড়ি চাপড়া থানার হাটখোলা গ্রামে। এত পরিমাণ টাকা কোথা থেকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি এত পরিমাণ নগদ টাকা কোথাও পেলেন সে সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। নগদ টাকার কোনও ব্যবসায়িক লেনদেনের কোনও কাগজপত্র দেখতে পারেনি ধৃত। হিসাব বহির্ভূত ওই টাকা কোথা থেকে এল, এর পেছনে কোনও অপরাধমূলক চক্র জড়িত আছে কিনা, সে সম্বন্ধে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।

KYC Update Online : KYC আপডেট করার জন্য লিঙ্কে ক্লিক করতেই গায়েব লাখ টাকা! তারপর…
সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে বিভিন্ন জায়গায় তল্লাশি এবং নাক চেকিং জারি রেখেছে জেলা প্রশাসন। গত নভেম্বর মাসেই কলকাতার হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিংয়ের ৯ প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৩২ লাখ কুড়ি হাজার টাকা উদ্ধার হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজকুমার বিন্দ। সে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *