Purba Medinipur News : হয়নি রাস্তা, শুধুই প্রতিশ্রুতির বন্যা! ভোট বয়কটের ডাক মহিষাদলের গ্রামে – villagers going to vote boycott due to bad road condition in mahishadal


West Bengal News : ভোট আসে ভোট যায়। রাজনৈতিক নেতাদের শুধু প্রতিশ্রুতিই মিলতে থাকে। মহিষাদল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের ২৬ ও ২৭ নম্বর বুথে রাস্তার বেহাল দশা। রাস্তায় ঢুকতে পারে না টোটো, মেশিন ভ্যান, ভ্যান।

বিপদ ঘটলে কোলে করে এলাকার মানুষকে নিয়ে যেতে হয়। রাজনৈতিক নেতারা কথা দিলেও সেই কথা রাখেননি। তাই এবার বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা। পঞ্চায়েত নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার কথা জানালেন এলাকার মহিলারা।

Malda News : ইংরেজবাজার পুর এলাকায় নেই পাকা রাস্তা-হাইড্রেন, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের
এই বিষয়ে এলাকার বাসিন্দা চন্দনা ভূইয়া জানান, “দীর্ঘ প্রায় দুই তিন বছর ধরে রাজনৈতিক নেতারা বলে আসছেন রাস্তা করে দেওয়া হবে। কিন্তু রাস্তা আর হয়নি। পঞ্চায়েত ভোট আসন্ন তাই আমরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ মাজি জানান, “গ্রাম পঞ্চায়েত এলাকার ৮৫ শতাংশ রাস্তা নির্মাণ হয়েছে। ১৫ শতাংশ কাজ করা সম্ভব হয়নি, NRGS প্রকল্পের কাজ বন্ধ সহ কোভিডের কারনে এলাকার অনেক উন্নয়নের কাজ করা যায়নি।” এখন দেখার পঞ্চায়েত ভোটের আগে রাস্তা নির্মানের কাজ শুরু হয়, নাকি ভোট বয়কট করেন এলাকার মানুষ।

Shatabdi Roy : ‘শুধু নেতাদের পকেট ভারী হচ্ছে’, বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী
তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে এলাকায় রাস্তা নির্মান না করা নিয়ে মুখ খুলেছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা BJP-র সভাপতি তপন ব্যানার্জি।

তিনি বলেন, “এলাকার মানুষ যে অভিযোগ করেছে তা মিথ্যা নয়। সরকার এলাকার মানুষের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে আর এলাকার উন্নয়ন হচ্ছে না। এটা বাংলার সরকারের ব্যর্থতা পরিচয়। সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে কেন বঞ্চিত থাকবেন? আমরা চাই দ্রুত এলাকায় রাস্তা নির্মান হোক।”

যদিও এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেছেন। ওই তৃণমূল নেতার মতে, “সরকার, পঞ্চায়েত ও প্রশাসন নিজের কাজ ঠিকঠাক ভাবেই করছে। তাঁদের কাজ তাদেরকে করতে দেওয়া উচিত। এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে।

CPIM West Bengal : নজিরবিহীন আর্থিক বৈষম্যের অভিযোগ, রাজ্যের একমাত্র CPIM পরিচালিত পঞ্চায়েতের কী অবস্থা?
সারা রাজ্য যেখানে মা মাটি মানুষের সরকারের উন্নয়নের জোয়ারে গা ভাসাচ্ছে, সেখানে এগুলি সামান্য বিচ্ছিন্ন ঘটনা। বিরোধীদের প্ররোচনায় পা দিয়ে কিছু সংখ্যক মানুষ এই ধরনের বিক্ষোভ জানাচ্ছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারন জনগন স্বতঃস্ফূর্ত ভাবেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *