জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩০ ডিসেম্বর তাঁর জীবনে হঠাৎ অন্ধকার নেমে এসেছিল। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালই তাঁর কাছে ঘড়বাড়ি হয়ে উঠেছে। মাঝে মধ্যে টুইট করে অনুরাগীদের নিজের শারীরিক অবস্থার আপডেট দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আর এরইমধ্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পথে প্রথমবার নিজের বক্তব্য প্রচারমাধ্যমের কাছে তুলে ধরলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার-ব্যাটার।
ঋষভ বলেন, “আগের থেকে অনেকটাই ভাল আছি। ঈশ্বরের আশীর্বাদ, চিকিৎসকদের তৎপরতা আর অনুরাগীদের প্রার্থনায় ধীরে ধীরে সুস্থ হচ্ছি। আসলে এই কঠিন সময়ের মধ্যেও জীবনকে নতুন ভাবে বাঁচতে শিখেছি।” তিনি ফের যোগ করেছেন, “জীবনের প্রতিটা মুহূর্তকে ভালবাসতে শিখেছি। দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট বিষয়কে একেবারেই গুরুত্ব দিতাম না। এখন হাসপাতালে দিন-রাত কাটানোর পর থেকে সেই সময়গুলো খুব গুরুত্ব পাচ্ছে। কিন্তু দুর্ঘটনার পর এখন আমি প্রতিটা কাজই খুব এনজয় করে করি। যেমন রোজ দাঁত মাজা। রোদে বসে থাকা।”
আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: স্পিন পিচে অসহায় আত্মসমর্পণ! ফের মাথা নিচু করে ফিরলেন বিরাট-সহ রোহিত, পূজারা
এদিকে ৩১ মার্চ থেকে শুর হচ্ছে আইপিএল (IPL 2023) । ঘরোয়া মরসুমে শেষ হয়ে গিয়েছে। ফলে আইপিএল (IPL 2023) ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রোড়পতি লিগের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই পথে হেঁটেছে দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। ঋষভের মাঠে ফেরা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, “আমি ঋষভের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। অবশ্যই ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চোটের পর একাধিক অস্ত্রোপচার হয়েছে। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি। হয়তো ওর মাঠে ফিরতে এক বছর বা দু’বছর ফিরতে সময় লাগে। তবে ও ভারতের হয়ে খেলবে।”
গত ৩০ ডিসেম্বর ভোর রাতে ঋষভ ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। পাঁচদিন দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলেছিল তাঁর। টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটারকে এরপর মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে ঋষভের। ক্লাচ নিয়ে হাঁটাহাঁটি করছেন তিনি। ঋষভের পক্ষে কোনও মতেই আসন্ন আইপিএল খেলা সম্ভব নয়। এমনকী তিনি ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও খেলবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। সৌরভ যা বললেন, তাতে করে বোঝাই যাচ্ছে যে, ঋষভের মাঠে ফিরতে এখনও অনেকটা সময় লেগে যাবে।