Shashi Panja On Koustav Bagchi : ‘রোদ্দুর রায় আর কৌস্তভ বাগচী সমান অপরাধী’, তোপ শশীর – shashi panja targets koustav bagchi brings roddur roy name


শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এরপরেই কার্যত উচ্ছ্বাস দেখা গিয়েছে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে। কিন্তু, সাংবাদিক বৈঠক করে কার্যত কৌস্তভকে তুলোধনা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। শনিবার তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, “দেশজুড়ে মহিলাদের ক্ষমতায়ন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যে রাজ্যে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে, যেখানে মায়েদের মৃত্যুর হার কমেছে সেখানে এক মহিলাকে চরম অপমান করা হয়েছে।”

Koustav Bagchi : আদালতে সওয়াল একাধিক আইনজীবীর, জামিন মঞ্জুর কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর
তাঁর সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় সারাজীবন ত্যাগ করেছেন। বাংলার মানুষের জন্য তিনি ত্যাগ করেছেন। সেই মানুষটাকে অপমান করা হল। বিন্দুমাত্র লজ্জা থাকলে কৌস্তভের ক্ষমা চাওয়া উচিত।”

রোদ্দুর রায়ের সঙ্গে তুলনা…
এদিন ইউ টিউবার রোদ্দুর রায়ের সঙ্গে তিনি কৌস্তভ বাগচির তুলনা টানেন। বলেন, “আমরা মনে করি রোদ্দুর রায় এবং কৌস্তভ বাগচী তাঁরা সমান অপরাধী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে সম্মান করি। কিছুতেই তাঁর অপমান মেনে নেব না। তিনি যে দলের সমর্থক সেই দলের শীর্ষেও তো মহিলারা রয়েছেন।”

Koustav Bagchi : ‘সাগরদিঘির ফলাফলের পরই স্বৈরাচারী মনোভাব…’, কৌস্তুভের পাশে বামেরা
তাঁর আরও সংযোজন, “ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কি কৌস্তভ বাগচীর মন্তব্য সমর্থন করেন? জবাব দিতে হবে।” অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর মেয়ের মৃত্যু প্রসঙ্গেও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। শশী পাঁজা বলেন, “ওটা অস্বাভাবিক মৃত্যু ছিল। দিদি কারও নাম করে বলেননি। তিনি বলেছিলেন ওটা অস্বাভাবিক মৃত্যু ছিল।” কৌস্তভের গ্রেফতারি নিয়ে কুণাল ঘোষের মন্তব্য একান্তভাবেই তাঁর ব্যক্তিগত। এই নিয়ে দল কোনও মন্তব্য করবে না, স্পষ্ট জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, জামিন পাওয়ার পরেই এদিন মস্তক মুণ্ডনের সিদ্ধান্ত নেন কৌস্তভ বাগচী। এদিন ক্যামেরার সামনে সমস্ত চুল মুড়িয়ে ফেলেন তিনি। কৌস্তভ বলেন, “যতদিন না পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবেন ততদিন তাঁর মাথায় কোনও চুল গজাবে না।”

Koustav Bagchi Congress: শ্লীলতাহানি-হুমকি-কটুক্তি মতো গুরুতর অভিযোগ, কৌস্তভের গ্রেফতারিতে থানা ঘেরাও কংগ্রেসের
অর্থাৎ এককথা রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, শনিবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় কৌস্তভকে। তাঁকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। একাধিক আইনজীবী তাঁর সমর্থনে এগিয়ে আসেন। সুর চড়ায় বাম এবং কংগ্রেস। এদিন শর্তসাপেক্ষে জামিন পান এই কংগ্রেস নেতা। তাঁর পরিবারের সদস্যরা জানান, আদালতের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *