কোন কোন জেলায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের হাওয়া বদলের সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবারে বৃষ্টি হতে পারে বীরভূমেও। ফলে তাপমাত্রা জনিত অস্বস্তি থেকে খানিকটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী। তবে কেবলমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।
কেমন থাকবে কলকাতার তাপমাত্রা (Kolkata Weather)?
কলকাতা শহরে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এখ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৮৬ শতাংশ।
রাজ্যে বইবে লু?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটাই ছিল সাম্প্রতিক অতীতের উষ্ণতম ফেব্রুয়ারি। চলতি মরশুমে মার্চেও তাপমাত্রার পারদ রেকর্ড ভাঙবে। পশ্চিম ভারতের যেভাবে লু চলে সেভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে।
প্রসঙ্গত, IMD সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য়ে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে, পশ্চিমবঙ্গে খরার সম্ভাবনা আছে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ ( West Bengal Weather Update)। মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছেন তাঁরা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এ রাজ্যের প্রায় সব জেলাতেই সকালের দিকে আকাশ হালকা কুয়াশাছন্ন (Fog) থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। গলদঘর্ম অবস্থা হচ্ছে শহরবাসীর। এই পরিস্থিতি আরও অস্বস্তিকর হবে মার্চের মাঝামাঝি। বসন্তের মৃদু বাতাস নয় বরং গরম হাওয়ার দাপট দেখা যাবে রাজ্যজুড়ে ।