Bike Accident : হোলির দিন লাগামছাড়া গতি মোটর বাইকের, শিলিগুড়িতে ২৪ ঘণ্টায় ১০০ ছাড়াল দুর্ঘটনার সংখ্যা – siliguri bike accidents rate increasing on holi


Siliguri News : হোলিতে লাগামহীন গতিতে উড়ল বাইক। একদিনে দুর্ঘটনার সংখ্যা গিয়ে দাঁড়াল একশোর ঘরে। রাতভর লম্বা লাইন শিলিগুড়ি হাসপাতালের জরুরি বিভাগে বাইরে। দুর্ঘটনার বাড়াবাড়িতে সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন। উৎসবে মাতোয়ারা হয়ে বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

Bardhaman Road Accident : আউশগ্রামে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১! জখম পুলিশ অফিসার
মাথায় নেই হেলমেট৷ স্কুটার বা বাইক ছুটছে নিয়ন্ত্রণহীন গতিতে৷ বাইকের সওয়ারী কখনও , কখনও চার। হোলিতে এমনই দৃশ্য দেখা গোটা শিলিগুড়ি শহরজুড়ে৷ পুলিশ সূত্রে খবর, এর জেরে একদিনে শিলিগুড়িতে দুর্ঘটনার সংখ্যা একশো ছাড়িয়ে গেল৷ বুধবার দুপুরের পর শিলিগুড়ি জেলা হাসপাতালের জরুরি বিভাগে ছিল থিকথিকে ভিড়৷ অধিকাংশরাই ছিলেন দুর্ঘটনায় জখম৷ এদের মধ্যে আবার অনেকে মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে অভিযোগ।

Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক
হাসপাতাল সূত্রে খবর, রাত পর্যন্ত জরুরি বিভাগে একশোর বেশি দুর্ঘটনায় জখম মানুষ এসেছেন৷ এদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ আবার কারোর জখম গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়। কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়৷

Taki Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা টাকি রোডে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
প্রতিবছর হোলির দিনে শহরে কম-বেশি দুর্ঘটনা ঘটে থাকে৷ কিন্তু এবছর দুর্ঘটনার সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের এক চিকিৎসক বলেন, “বুধবার দুপুর ২ টার পর থেকে শুরু হয় রোগীদের আসা৷ দুর্ঘটনা, মদ খেয়ে ঝামেলায় আহত হয় বেশীরভাগ মানুষ এসেছেন।” বহু জায়গায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷

Arabul Islam: গাড়ি দুর্ঘটনার কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলের ছেলে হাকিমুল
দুর্ঘটনার পাশাপাশি বুধবার রাতে শহরের বেশ কয়েক জায়গায় ব্যাপক ঝামেলাও হয়৷ এনজেপি থানা এলাকার ভক্তিনগর, উদয় নগর কলোনিতে পারস্পরিক সংঘর্ষের ঘটনা ঘটে৷ ভক্তিনগরে দুই দল যুবকদের মধ্যে সংঘর্ষ হয়৷ সেই ঝামেলা আটকাতে পুলিশ এলাকায় গিয়ে দুইজনকে আটক করে৷ সে সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ পাথর মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে৷

Uttar Pradesh Crime News : হোলিতে মদ্যপানকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, যোগীরাজ্যে প্রাণ গেল মহিলার
উদয়নগর কলোনিতেও ঝামেলা হয়৷ সেখানে এক দল যুবক এলাকায় ঢুকে বেশ কয়েকজনের উপর হামলা করে বলে অভিযোগ৷ অন্যদিকে ছয় নম্বর ওয়ার্ডে রং খেলাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়৷ সেখান পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন বিজেপি নেতা বিকাশ সরকার৷ শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে৷ পরে থানায় যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি কাউন্সিলররা৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *