মাথায় নেই হেলমেট৷ স্কুটার বা বাইক ছুটছে নিয়ন্ত্রণহীন গতিতে৷ বাইকের সওয়ারী কখনও , কখনও চার। হোলিতে এমনই দৃশ্য দেখা গোটা শিলিগুড়ি শহরজুড়ে৷ পুলিশ সূত্রে খবর, এর জেরে একদিনে শিলিগুড়িতে দুর্ঘটনার সংখ্যা একশো ছাড়িয়ে গেল৷ বুধবার দুপুরের পর শিলিগুড়ি জেলা হাসপাতালের জরুরি বিভাগে ছিল থিকথিকে ভিড়৷ অধিকাংশরাই ছিলেন দুর্ঘটনায় জখম৷ এদের মধ্যে আবার অনেকে মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে অভিযোগ।
হাসপাতাল সূত্রে খবর, রাত পর্যন্ত জরুরি বিভাগে একশোর বেশি দুর্ঘটনায় জখম মানুষ এসেছেন৷ এদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ আবার কারোর জখম গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়। কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়৷
প্রতিবছর হোলির দিনে শহরে কম-বেশি দুর্ঘটনা ঘটে থাকে৷ কিন্তু এবছর দুর্ঘটনার সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের এক চিকিৎসক বলেন, “বুধবার দুপুর ২ টার পর থেকে শুরু হয় রোগীদের আসা৷ দুর্ঘটনা, মদ খেয়ে ঝামেলায় আহত হয় বেশীরভাগ মানুষ এসেছেন।” বহু জায়গায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ 
দুর্ঘটনার পাশাপাশি বুধবার রাতে শহরের বেশ কয়েক জায়গায় ব্যাপক ঝামেলাও হয়৷ এনজেপি থানা এলাকার ভক্তিনগর, উদয় নগর কলোনিতে পারস্পরিক সংঘর্ষের ঘটনা ঘটে৷ ভক্তিনগরে দুই দল যুবকদের মধ্যে সংঘর্ষ হয়৷ সেই ঝামেলা আটকাতে পুলিশ এলাকায় গিয়ে দুইজনকে আটক করে৷ সে সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ পাথর মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে৷ 
উদয়নগর কলোনিতেও ঝামেলা হয়৷ সেখানে এক দল যুবক এলাকায় ঢুকে বেশ কয়েকজনের উপর হামলা করে বলে অভিযোগ৷ অন্যদিকে ছয় নম্বর ওয়ার্ডে রং খেলাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়৷ সেখান পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন বিজেপি নেতা বিকাশ সরকার৷ শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে৷ পরে থানায় যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি কাউন্সিলররা৷

 
                     
                     Bardhaman Road Accident : আউশগ্রামে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১! জখম পুলিশ অফিসার
Bardhaman Road Accident : আউশগ্রামে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১! জখম পুলিশ অফিসার