Snowfall In Changu Lake Update : তুষারপাতে আটকে পড়া পর্যটকদের ফেরাল সেনা – snowfall in changu lake army returned the tourists


এই সময়, শিলিগুড়ি: প্রবল তুষারপাতে আটকে পড়েছিলেন প্রায় চারশো পর্যটক। ‘অপারেশন হিমরাহত’-এর সৌজন্যে নিরাপদে গ্যাংটকে ফিরলেন তাঁরা। তুষারপাতে পর্যটকদের আটকে পড়ার খবর পেয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন পূর্ব সিকিমে চিন সীমান্তে পাহারারত ভারতীয় সেনা। ঘণ্টাখানেকের মধ্যে ‘অপারেশন হিমরাহত’ গঠন করে পর্যটকদের উদ্ধারের কাজে কয়েকশো সেনাকে নামিয়ে দেওয়া হয়।

Snowfall In Changu Lake : তুষারাবৃত ছাঙ্গু লেক, সিকিম বেড়াতে গিয়ে আটকে শতাধিক পর্যটক
সেনা জওয়ানদের টানা ২৪ ঘণ্টার পরিশ্রমের ফলে রবিবার বিকেলে গ্যাংটকে নিরাপদে ফিরেছেন পর্যটকেরা। তাঁদের মধ্যে ১৭৮ জন পুরুষ, ১৪২ জন মহিলা এবং ৫০টি শিশু রয়েছে। সিকিম রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শনিবার বিকেলে পূর্ব সিকিমের নাথু লা, ছাঙ্গু, জুলুক সমেত বিস্তীর্ণ এলাকায় প্রবল তুষারপাত হয়।

Duranta Express : বিকট শব্দে থামল হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, বরাত জোরে রক্ষা যাত্রীদের
তার জেরে আটকে পড়েন পর্যটকেরা। শনিবার দিনভর ঘুরে এঁদের কেউ তখন নাথু লা, কেউ বাবা মন্দির, কেউ আবার ছাঙ্গু থেকে ফেরার তোড়জোড় করছিলেন। কিন্তু তুষারপাত শুরু হয়ে যাওয়ায় গাড়ির চালকেরা বেঁকে বসেন। কারণ তুষারপাতের সময়ে পাহাড়ি রাস্তায় যানবাহন চালানো কার্যত অসম্ভব। চাকার তলায় বরফ ঢুকে গেলে গাড়ি পিছলে খাদে পড়ার আশঙ্কা রয়েছে।

Kashmir Tour : ডাললেক থেকে গুলমার্গ, তুষারাবৃত ভূস্বর্গে ৩ মাসে পর্যটকের ভিড়ে রেকর্ড
গাড়ির চালকরা রাজি না হওয়ায় পর্যটকদের পক্ষে গ্যাংটকে ফেরা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। এ দিকে, প্রবল ঠান্ডার মধ্যে রাত্রিবাসের অনিশ্চয়তা সংকট আরও বাড়ায়। রাতে তাপমাত্রা আরও নীচে নামতে পারে ভেবে সকলেই তখন উদ্বেগের প্রহর গুণছেন। সিকিম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই খবর পৌঁছয় ভারতীয় সেনার কাছে। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা।

Puri Shopping Complex Fire : দাউ দাউ করে জ্বলছে জগন্নাথ মন্দির সংলগ্ন পুরীর শপিং মল, উদ্ধার শতাধিক পর্যটক
গঠন করা হয় ‘অপারেশন হিমরাহত’। শুরু হয় উদ্ধার কার্য। আটকে পড়া গাড়ি থেকে নামিয়ে আনা হয় পর্যটকদের। এর পর সেনা ছাউনিতে আশ্রয় দেওয়া হয় তাঁদের। প্রত্যেকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়। রাতের খাবারও দেওয়া হয় উদ্ধার হওয়া প্রত্যেক পর্যটককে। এর পর মেলে রাত পার করার মতো নিশ্চিত আশ্রয়। তুষারপাতের মধ্যে তা তখন রীতিমতো জীবনদায়ী।

Sikkim Railway Project : ট্রেনেই নাথুলা যাত্রা, চিনকে চাপে রাখতে সিকিম সীমান্ত পর্যন্ত রেললাইন পাতছে ভারত
তবে এখানেই শেষ নয়। পর্যটকদের উদ্ধার করার পরই সেনাদের ইঞ্জিনিয়ারিং সংস্থাকেও সতর্ক করে দিয়েছিলেন জওয়ানরা। রবিবার ভোরের মধ্যেই ছাঙ্গু থেকে গ্যাংটকে ফেরার রাস্তা পরিষ্কার করে দেন সেনাদের ইঞ্জিনিয়ারিং শাখার কর্মীরা। অবশেষে সকলেই নিরাপদে ফিরে আসেন গ্যাংটকে।

Dooars Tourism : গোরুমারা-চাপড়ামারি-নেওড়া ভ্যালি ফরেস্ট বন্ধ মঙ্গল-বুধ, বড় পদক্ষেপ বন দফতরের
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘গত কয়েক বছর ধরেই সিকিমের দুর্গম এলাকায় তুষারপাতের সময়ে সেনাদের ভূমিকা প্রশংসনীয়। তাঁরাই পর্যটকদের উদ্ধার করে রাত্রিবাস, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন। এ বার অন্যথা হয়নি। সমস্ত পর্যটক নিরাপদে ফিরেছেন বলে জানা গিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *