Santanu Banerjee : বালি পাচার করে কোটি কোটি টাকা রোজগার শান্তনুর? আয়ের উৎস নিয়ে মুখ খুললেন স্থানীয়রা – trinamool congress leader allegedly earned crores of money from illegal sand mining


West Bengal News: নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। শান্তনু গ্রেফতার হতেই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। নিজের পাশাপাশি তাঁর পরিবারের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ সম্পত্তি এল, তা নিয়ে চর্চা শুরু হতেই শান্তনুর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, হুগলির বিভিন্ন বালি খাদান থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তুলেছেন, শান্তনুর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এসেছে।

Santanu Banerjee : রাজনীতিতে উল্কার গতিতে উত্থান, কী ভাবে দুর্নীতিতে জড়ালেন হুগলির শান্তনু?
হুগলি জেলার একাধিক বালি খাদানের টাকা লেনদেনের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেছে অভিযোগ। বিশেষ করে আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট, আরামবাগ, পুরশুড়া এমনকি বর্ধমানের বেশ কয়েকটি বালিখাদানেও তার অংশ রয়েছে বলে জানা গিয়েছে। মুণ্ডেশ্বরী, দামোদর ও দ্বারকেশ্বর নদীতে চলত বালির এই কারবার। বেআইনিভাবে বালি তুলে তা পাচার করে দেওয়া হতো বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর অনুগামী এই বালি খাদানগুলিতে কাজ করত এবং সেখান টাকা তুলতেন শান্তনু।

Santanu Banerjee : সিমকার্ডের দোকান থেকে ধাবা, রিসর্টের মালিক! শান্তনুর উত্থানে হতবাক পড়শিরা
বালি পাচারের টাকাতেই সামান্য মোবাইলের দোকান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি করেন শান্তনু। বালি খাদানের টাকাতেই তিনি ফুলে ফেঁপে উঠেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মেলার পর ক্ষোভে ফুঁসছেন জেলা তৃণমূলের নেতাকর্মীদের একাংশ। একসময় তাঁর দাপটে আরামবাগ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এমনকী তৃণমূলের একটি অংশ শান্তনুর অত্যাচারের কারে ঘরে বসে যায় বলে অভিযোগ। তবে পুলিশ কখনই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মোবাইল ব্যবসা করলেও খানাকুলের রাজহাটিতে বিদ্যুৎ দফতরের ক্যাশিয়ার হিসেবে কাজ করতে শুরু করেন শান্তনু। একই সঙ্গে বাড়তে থাকে তাঁর রাজনৈতিক দাপট। খানাকুলে বসে আরামবাগ মহকুমায় বালি ব্যবসার ছক করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি আরামবাগে কীভাবে বালি মাফিয়ারাজ চালানো যায় সেই নিয়ে বিভিন্ন পরিকল্পনা ছিল শান্তনুর।

Shantanu Banerjee: বলাগড় শান্তনুকে চেনে ‘পাকা মাগুর’ নামে, অগাধ সম্পত্তির মালিককে কেন ডাকা হত এই নামে?
শান্তনুকে নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপি। ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি পুরঞ্জয় আদক বলেন, “শাসকদলের নেতা মানে, তাঁর এলাকায় দাপট থাকবেই। উনি নিয়োগ দুর্নীতিতে ধরা পড়ছেন এটা সবাই জেনে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিষয় সামনে আসবে। পুরশুড়া থেকে বর্ধমান অবধি বালিখাদান উনি ও ওনার অনুগামীরা দেখতে। বেআইনি বালি খাদান থেকে তিনি কোটি কোটি টাকা তুলেছেন। বালি তোলার ফলে চাষের জমি খারাপ “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *