Anupam Kher At Visva Bharati : অশান্তির আবহেই শান্তিনিকেতনে অনুপম খের, নজরে বিশ্বভারতীর অনুষ্ঠান – anupam kher reaches visva bharati university to deliver lecture


অশান্তির আশঙ্কার মধ্যে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) এসে পৌঁছলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। বিকেল সাড়ে ৪টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের লিপিকা অডিটোরিয়ামে তাঁর বক্তব্য রাখার কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে অনুপম খেরকে আমন্ত্রণ নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ দানা বেঁধেছে। তাঁকে মোদী ঘনিষ্ঠ অভিনেতা হিসেবে দাগিয়ে দেওয়া নিয়ে ফুঁসে উঠেছিলেন অনুপম খের।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর অনুষ্ঠানের মাঝে বিক্ষোভ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কোনও কিছুই তাঁকে বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখা থেকে আটকাতে পারবে না বলে জানিয়েছিলেন অভিনেতা। অনুপম খের বলেন, “কোই মাই কা লাল রোখ নেহি সকতা।” তাঁর বক্তব্যের টপিক, ‘পাওয়ার অফ ফেলইওর’।
Anupam Kher : বিশ্বভারতীর আলোচনায় আমন্ত্রণ অনুপম খেরকে
উল্লেখ্য, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হওয়ার পর বিশ্বভারতীতে ‘লেকচার সিরিজ’ বা ‘বক্তৃতামালা’ নামে একটি অনুষ্ঠান শুরু করেন। এখনও পর্যন্ত ৫৬টি এমন বক্তৃতা মালা অনুষ্ঠিত হয়েছে বিশ্বভারতীর তরফে। তবে করোনা মহামারীর কারণে বছর দু’য়েক থমকে যায় এই বক্তৃতা মালা অনুষ্ঠান। এ বছর ফের ৫৭তম বক্তৃতা মালার আয়োজন করেছে বিশ্বভারতী। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অনুপম খেরকে। বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিফিকেশন জারি হওয়ার পর থেকেই হইচই পড়ে যায় সর্বত্র। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের একাংশ।

Visva Bharati University : উপাচার্যের রাজনৈতিক কথার প্রতিবাদ শান্তিনিকেতন ট্রাস্টেরপ্রসঙ্গত, ২০২২ সালে বলি তারকা অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছিল দেশজুড়ে। ছবিতে তিনি কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবি কেন্দ্রীয় সরকারের প্রপাগান্ডামূলক বলেও তকমা দেওয়া হয়। দেশজুড়ে নানা প্রান্ত থেকে সমালোচনায় বিদ্ধ হয় ছবিটি। যদিও একাধিক পুরস্কারও জিতে নিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’।

আরও পড়ুন: Shantiniketan Basanta Utsav: বিশ্বভারতীর অকাল বসন্তোৎসবে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের অশান্তি
রবিবার কলকাতায় এসে পৌঁছন অভিনেতা। কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলার পরিস্থিতি ভয়ংকর। এ রাজ্যে শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে। আমি নিজে তার সাক্ষী। বাংলা থেকে বিপজ্জনক ছবি উঠে আসছে। এখনই না রুখে দিলে বাংলা কাশ্মীর হতে বেশি সময় লাগবে না।”

Visva Bharati Students: ফের বিশ্বভারতী বিতর্ক, সমাবর্তনে ঢুকতে বাধা প্রাক্তনীদের!

তৃণমূল কংগ্রেসের বিশ্বভারতী ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য অনুপম খেরকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে আগেই বলেছিলেন, “বর্তমান উপাচার্য একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের কেন বিশ্বভারতী বার বার প্রাধান্য দিচ্ছে, তা সকলেই বুঝতে পারছেন। আমরা সময় মতো এই নিয়ে সোচ্চার হব।” এখন দেখার বিকেলের অনুষ্ঠানের সময় পরিস্থিতি কোন দিকে গড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *