North 24 Parganas News Today : জমি ব্যবসার আড়ালে চোরাচালান? অশোকনগরে ব্যবসায়ীর বাড়িতে শুল্ক দফতরের হানা – ashoknagar businessman house raided by the customs department


North 24 Parganas : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের এক জমি ব্যবসায়ীর বাড়িতে শুল্ক দফতরের আধিকারিকদের হানা। সোমবার সকালে শুল্ক দফতরের একটি টিম হানা দেয় ব্যবসায়ীর বাড়িতে। জমি ব্যবসার আড়ালে ওই ব্যবসায়ী সোনার বিস্কুটের কারবার করে বলে খবর ছিল শুল্ক দফতরের কাছে। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর খালি হাতেই সরকারি আধিকারিকরা বেরিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।

Gold Smuggling : মোটর বাইকের চ্যাচিস খুলতেই বেরিয়ে এল সোনার বিস্কুট, পাচার রুখে দিল BSF
সোমবার সকালে অশোকনগর থানার কল্যাণগড় বাজার এলাকায় এক জমি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় শুল্ক দফতরের আধিকারিকরা। সুরজ ডে নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে সোনার বিস্কুটের খোঁজে তল্লাশি চালানো হয়। ১০ থেকে ১২ জনের একটি দল প্রায় দেড় ঘণ্টা ধরে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। দেড় ঘণ্টা তল্লাশি চালানোর পর অবৈধ কিছু ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়নি বলে সূত্রের খবর।

Kolkata Airport Latest News : অন্তর্বাস, মোজার মধ্যে ৫ কেজি সোনা
পরিবারকে কাস্টমসের তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে খবর ছিল সুরজ দে সোনার বিস্কুটের কারবার করে। সেই সূত্র ধরেই এদিন তল্লাশি চালিয়েছে সরকারি আধিকারিকরা। এমনটাই জানিয়েছে পরিবার এবং ওই জমি ব্যবসায়ী। ব্যবসায়ী সুজয় দে বলেন, ” আমি একটি জমি সংক্রান্ত কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী ফোন করে বিষয়টি জানায়। ওঁদের আমরা সবরকম সহযোগিতা করেছি। তবে ওঁরা আমার বাড়িতে কিছুই পাননি। ওঁদের কাছে সম্ভবত কোনও ভুল তথ্য ছিল। আমার তল্লাশি চালিয়ে সন্তুষ্ট হয়ে সবাই চলে যায়।”

Howrah Station : পিঠে থাকা ব্যাগ খুলতেই রাশি রাশি টাকা উদ্ধার! হাওড়া স্টেশনে ধৃত ১
পরিবারের লোকজন জানায়, এদিন সকালে কয়েকটি গাড়ি এসে থামে ওই বাড়ির সমানে। ঘরের ভেতর ঢুকে শুল্ক দফতরের রেড করার ব্যাপারে পরিবারের সকলকে জানানো হয়। সেই সময় বাড়িতে ওই ব্যবসায়ী ছিলেন না। বাড়ির লোকজন আদৌ তাঁরা শুল্ক দফতরের আধিকারিক কিনা সে ব্যাপারে প্রমাণপত্র দেখাতে চায়। কিন্তু পরিবারের অভিযোগ, প্রথমদিকে কোনওরকম কাগজপত্র না দেখিয়ে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে তল্লাশি চালু করে দেন আধিকারিকরা। পরে কিছু না পেয়ে ফিরে যান।

Bomb Recovered : CPIM নেতার বাড়ি থেকে উদ্ধার ১৬ টি সকেট বোমা! আতঙ্ক কালীগঞ্জে
অবৈধ ব্যবসা, পাচার সহ একাধিক বিষয়ে রাজ্যের একাধিক জায়গায় মাঝেমধ্যেই বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় শুল্ক দফতরের আধিকারিকরা। সপ্তাহ দুয়েক আগেই কলকাতায় কেয়াতলা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। চিট ফান্ড মামলায় হাওড়ার জগাছা এলাকায় ও আরেকটি দল আলিপুরের বর্ধমান রোডের এক আইনজীবীর বাড়িতেও তল্লাশি চালায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *