Trinamool Congress : উত্তর দিনাজপুরে আরও প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ব্লক সভাপতির গ্রেফতারির দাবিতে মিছিল – tmc inner clash revealed after procession of tmc mla abdul karim chowdhury in north dinajpur


West Bengal News : উত্তর দিনাজপুর জেলায় শাসক দলের গোষ্ঠী কোন্দল আরও প্রকট। সোমবার সিভিক ভলেন্টিয়ার সাকিব আখতারের খুনের প্রতিবাদে অভিযুক্ত জাকির হোসেন সহ বাকিদের গ্রেফতারের দাবিতে ইসলামপুরে মৌন মিছিল করল তৃণমূলের একটি গোষ্ঠী। মিছিলের পুরোভাগে ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

বিধায়ক ছাড়াও মিছিলে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতির স্বামী জাভেদ আখতার। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার দাবিতে এদিন পোষ্টার হাতে নিয়ে মিছিল হয়। মুখে কালো কাপড় বেধে এই মৌন মিছিল করা হয়।

Islampur News : ইসলামপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান সহ ১২, থমথমে এলাকা
বিধায়ক করিম চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও ভোট লুঠ করতে তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন প্রস্তুতি নিচ্ছেন। বিধায়কের হুঙ্কার, “আমি যতদিন বেঁচে আছি, ততদিন এই ইসলামপুরে কাউকে ভোট লুট করতে দেব না।”

গত বৃহস্পতিবার ইসলামপুরের মাটিকুন্ডার ঘটনায় গ্রেফতার করা মূল অভিযুক্ত মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম সহ মোট ১২জনকে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। তার আগের দিন অর্থাৎ বুধবার রাতে ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা-১ গ্রামপঞ্চায়েত এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ওঠে।

TMC MLA Abdul Karim Chowdhury: ‘মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে পদত্যাগ করব,’ দলীয় কর্মীর মৃত্যুতে হুঁশিয়ারি আবদুল করিম চৌধুরীর
মৃত সিভিক ভলান্টিয়ার, স্থানীয় তৃণমূল নেতার ভাই বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তৃণমূল নেতা শাহনওয়াজ আলম এবং মেহবুব আলমের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। শাহনওয়াজের ভাই সিভিক ভলান্টিয়ার সাকিবের মৃত্যুর পর ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

মাটিকুন্ডার ঘটনায় ব্যবস্থা গ্রহণ না হলে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ঘটনাটি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন তৃণমূল বিষয়ক। এমনকি ক্ষোভ উগরে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, ২ দিনের মধ্যে যদি আপনি ব্যবস্থা না নেন কানাইয়ার বিরুদ্ধে তাহলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেব। আমি নির্দল হয়ে আপনার প্রার্থীর বিরুদ্ধে লড়ব। আমার চ্যালেঞ্জ থাকল।”

Civic Volunteer: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর, গুলি-বোমার লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
এদিনের মিছিলে ফের গোষ্ঠী কোন্দলের বিষয়টি প্রকট হতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলায় প্রকাশ্যে তৃণমূল নেতার গ্রেফতারির দাবি নিয়ে তৃণমূল বিধায়কের মিছিল শাসক দলের অস্বস্তি খানিকটা বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। মাটিকুন্ডার ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *